Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভারতের সোনালি সময় আসছে! ইইউর সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে লাভের মুখে দিল্লি
বিদেশ

ভারতের সোনালি সময় আসছে! ইইউর সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে লাভের মুখে দিল্লি

greer
Email :3

ভারত (India) ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি ঘিরে এবার মুখ খুলল আমেরিকা। যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার জানিয়েছেন, এই বিশাল চুক্তির সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। তাঁর মতে, ইউরোপের বাজারে ভারতের (India) প্রবেশাধিকার অনেকটাই বেড়ে যাবে এবং চুক্তি কার্যকর হলে ভারতের “সোনালি সময়” শুরু হবে।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিয়ার বলেন, এই চুক্তিতে ভারত (India) স্পষ্টতই এগিয়ে থাকবে। তাঁর কথায়, “এই চুক্তি কার্যকর হলে ভারত দারুণ সময় কাটাবে। সব মিলিয়ে ভারতেরই লাভ বেশি।” তিনি আরও বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন ভারতীয় কর্মীদের ইউরোপে কাজের সুযোগ বা ‘মোবিলিটি’ নিয়ে কথা বলেছেন। এর ফলে ইউরোপে ভারতীয় শ্রমশক্তির প্রবেশাধিকার আরও সহজ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মঙ্গলবার ভারত (India) ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। একে ‘মাদার অফ অল ডিলস’ বলেও আখ্যা দেওয়া হচ্ছে। এই চুক্তির ফলে প্রায় দুই বিলিয়ন মানুষের একটি বিশাল বাজার তৈরি হল। পাশাপাশি, আগামী পাঁচ বছরে বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার রূপরেখাও ঠিক হয়েছে। এই চুক্তি বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ জিডিপিকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে ভারতের ৯৯ শতাংশ পণ্যের উপর শুল্ক উঠে যাবে। অন্যদিকে, ভারতে ইউরোপের ৯৭ শতাংশ পণ্যের উপর শুল্ক কমানো হবে।

তবে এই চুক্তির গুরুত্ব কিছুটা কমিয়ে দেখেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি। তাঁর দাবি, বিশ্ব বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন বাজার খুঁজতে বাধ্য হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ঘরোয়া উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছেন এবং বিদেশি পণ্যের উপর কড়া শুল্ক বসাচ্ছেন।

গ্রিয়ার বলেন, “ট্রাম্প প্রশাসন আমেরিকার বাজারে ঢোকার জন্য কার্যত ফি বসিয়েছে। তাই ইউরোপসহ অনেক দেশ নিজেদের অতিরিক্ত উৎপাদনের জন্য নতুন বাজার খুঁজছে। সেই কারণেই ইউরোপ ভারতের দিকে ঝুঁকছে।” তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যের উপর অত্যন্ত নির্ভরশীল এবং তারা আবারও বিশ্বায়নের পথেই হাঁটছে।

মার্কিন বাণিজ্য কর্তার মন্তব্য অনুযায়ী, কম খরচের শ্রমশক্তির জোরে ভারত ইউরোপের বাজারে আরও শক্ত জায়গা করে নেবে। ফলে এই চুক্তি ভারতের অর্থনীতির জন্য বড় সুযোগ এনে দিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts