শূন্যের গেরো কাটাতে বামফ্রন্টের ভরসা এখন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার রাতে কলকাতার একটি হোটেলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। জোট সম্ভাবনা নিয়ে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সিপিএমের মেরুদণ্ডই ভেঙে গিয়েছে।”
২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর থেকে রাজ্যে বামেদের ভোট ক্রমশ কমেছে। বর্তমানে বিধানসভায় সিপিএমের কোনও প্রতিনিধি নেই। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছে আলিমুদ্দিন (Md Salim)। কিন্তু বামেরা আদৌ খাতা খুলতে পারবে কি না, তা নিয়েই সংশয় রয়েছে দলের অন্দরেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দিশাহীনতার কারণেই বামেরা বারবার পিছিয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত হুমায়ুন কবীরের সঙ্গে জোট বৈঠক নতুন করে প্রশ্ন তুলেছে।
বুধবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে মহম্মদ সেলিম (Md Salim) ও হুমায়ুন কবীরের মধ্যে আলোচনা হয়। ধর্মনিরপেক্ষ রাজনীতির দাবি করা সিপিএমের সঙ্গে হুমায়ুন কবীরের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেরই আশঙ্কা, ভোটের অঙ্কে লাভ করতে গিয়ে এই জোট বামেদের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। অতীতে আইএসএফের সঙ্গে জোট করে যে অভিজ্ঞতা হয়েছিল, তা মনে করিয়ে দিচ্ছেন অনেকে।
তবে জোট হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি সেলিম। বৈঠকের পর তিনি বলেন, “হুমায়ুন একটি নতুন দল গড়েছেন। অনেক দিন ধরেই কথা বলার কথা বলছিলেন। তাই আজ আলোচনা হল। ওঁর বক্তব্য দলকে জানাব। সিদ্ধান্ত দলই নেবে।” অন্যদিকে, হুমায়ুন কবীর প্রকাশ্যেই জানিয়েছেন, তিনি বামেদের সঙ্গে জোটে প্রস্তুত। তাঁর দাবি, এক আসনে এক জন প্রার্থী দেওয়ার নীতিতে চললেই জোট সফল হতে পারে।
এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও দীর্ঘ দিন ধরে বামেদের সঙ্গে জোটে আগ্রহী। আলিমুদ্দিনে একাধিকবার বৈঠকও হয়েছে। হুমায়ুন কবীর চাইছেন নওশাদকেও এই সম্ভাব্য জোটে রাখতে। এই বিষয়ে কথা বলার দায়িত্ব তিনি নাকি সেলিমের উপরই ছেড়ে দিয়েছেন। পাশাপাশি কংগ্রেসকেও জোটে টানতে আগ্রহী ভরতপুরের বিধায়ক। হুমায়ুনের দাবি, মিম ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। বাকি দলগুলির সিদ্ধান্ত জানলেই ভোটের ময়দানে নামতে প্রস্তুত তিনি।











