বর্তমান প্রজন্মের হৃদস্পন্দন, দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) কি তবে সিনেমার গান গাওয়া বন্ধ করে দিচ্ছেন? বছরের শুরুতেই এমন ঘোষণায় চমকে গিয়েছেন কোটি কোটি অনুরাগী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে অরিজিৎ জানিয়েছেন, তিনি আর নতুন করে কোনও ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, গান তৈরি করা তিনি বন্ধ করছেন না (Arijit Singh)।
ইনস্টাগ্রামে পোস্ট করে অরিজিৎ (Arijit Singh) লেখেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি জানান, এত বছর ধরে শ্রোতারা তাঁকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আনন্দের সঙ্গেই জানাচ্ছেন, এখন থেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কাজ নেবেন না। এখানেই তিনি সেই যাত্রার ইতি টানছেন। তাঁর কথায়, এই সফরটা ছিল সত্যিই খুব সুন্দর।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় অরিজিৎ (Arijit Singh) আরও লেখেন, ঈশ্বর তাঁর প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি সব সময়ই ভালো সঙ্গীতের ভক্ত। ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখার চেষ্টা করবেন এবং নিজের মতো করে কিছু কাজ করতে চান। শ্রোতাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কিছু অসমাপ্ত কাজ এখনও বাকি রয়েছে, সেগুলো শেষ করবেন। তাই চলতি বছরে তাঁর কিছু নতুন গান প্রকাশ পেতেই পারে। তবে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, গান বানানো তিনি বন্ধ করছেন না।
অরিজিতের এই ঘোষণার পর থেকেই নেটপাড়ায় মনখারাপের ছবি। অনেক অনুরাগী এই সিদ্ধান্তকে বড় ধাক্কা বলে মনে করছেন। কেউ কেউ একে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর বা মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সঙ্গে তুলনা করেছেন। এক অনুরাগীর কথায়, কোহলির টেস্ট অবসরের সময় যে শক লেগেছিল, এটা ঠিক তেমনই। আবার অনেকে লিখেছেন, সিনেমায় অরিজিতের কণ্ঠ আর শোনা যাবে না ভাবতেই খারাপ লাগছে, যদিও সিদ্ধান্তটি তাঁর একান্ত ব্যক্তিগত।
কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে গান গেয়েছেন অরিজিৎ। ওই ছবির ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে। শুধু বাংলা নয়, সম্প্রতি একাধিক হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির ‘গেহরা হুয়া’ গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। আগামী ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর কণ্ঠ।
গানের পাশাপাশি সিনেমা পরিচালনার দিকেও মন দিয়েছেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই তিনি দু’টি ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং নিয়মিত শুটিংও করছেন। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘সা’ এখনও মুক্তির অপেক্ষায়। এই ছবির শুটিং হয়েছে মূলত বোলপুরের বিভিন্ন জায়গায়।
সঙ্গীত মহলের একাংশের ধারণা, অরিজিৎ হয়তো এখন সিনেমার গানের গণ্ডি পেরিয়ে স্বাধীন সঙ্গীত বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে বেশি সময় দিতে চান। কারণ যাই হোক, সিনেমার পর্দায় তাঁর জাদুকরী কণ্ঠ আর নতুন করে শোনা যাবে না—এই ভাবনাতেই ভারাক্রান্ত হয়ে পড়েছেন অগণিত সঙ্গীতপ্রেমী।






