Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সিনেমার নাম করে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ? পালাশ মুচ্ছালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দেশ

সিনেমার নাম করে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ? পালাশ মুচ্ছালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

palash muchhal
Email :5

গায়ক ও চলচ্চিত্র পরিচালক পালাশ মুচ্ছালের (Palash Muchhal) বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ উঠল। মহারাষ্ট্রের সাংলির এক বাসিন্দার অভিযোগ, একটি সিনেমা তৈরির নাম করে তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। বুধবার সন্ধ্যায় সাংলি জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বৈভব মানে পেশায় একজন চলচ্চিত্র অর্থলগ্নিকারী। তিনি (Palash Muchhal) ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধনার ছোটবেলার বন্ধু বলেও জানা গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্মৃতি মন্ধনার বাবা শ্রীনিবাস মন্ধনার মাধ্যমেই পালাশ মুচ্ছালের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাংলি সফরের সময় এই পরিচয় ঘটে।

বৈভব মানের দাবি, পালাশ (Palash Muchhal) তাঁকে ‘নজরিয়া’ নামে একটি ছবিতে বিনিয়োগ করার প্রস্তাব দেন। বলা হয়, ছবিটি দ্রুত তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং খুব তাড়াতাড়ি বিনিয়োগের টাকা ফিরিয়ে দেওয়া হবে। এই আশ্বাসেই তিনি ধাপে ধাপে মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। নগদ ও গুগল পে—দু’ভাবেই টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই সব লেনদেনের নথিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, শেষ পর্যন্ত ছবিটির কাজ আর এগোয়নি। বহু দিন কেটে গেলেও ছবিটি তৈরি হয়নি। টাকা ফেরত চাইলে প্রথমে পালাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে ফোন ধরা বন্ধ করে দেন এবং একসময় নম্বর ব্লক করে দেন বলে অভিযোগ।

এরপর দীর্ঘদিন অপেক্ষা করে কোনও উপায় না পেয়ে সাংলি পুলিশের দ্বারস্থ হন বৈভব মানে। প্রতারণা এবং আর্থিক জালিয়াতির অভিযোগে তিনি ন্যায়বিচার দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এল পালাশ মুচ্ছালের নাম। এর আগে ক্রিকেটার স্মৃতি মন্ধনার সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার খবর নিয়েও তিনি শিরোনামে ছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পরেই কাজে ফিরে পালাশ নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে অভিনেতা শ্রেয়স তালপাড়ে মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts