Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ! বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে তোলপাড়
খেলা

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ! বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে তোলপাড়

bangladesh cricket team w
Email :2

নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে এসে টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপ খেলার বিষয়ে স্পষ্ট ‘না’ বলে দিল বিসিবি। বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের নিয়ে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের পর তিনি জানিয়ে দেন, নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা সম্ভব নয়। তাই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে কোনও পরিবর্তন হচ্ছে না (T20 World Cup)।

বাংলাদেশের দাবি, বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ এখনও কাটেনি। সেই কারণেই আগের অবস্থানেই অনড় রয়েছে বিসিবি (T20 World Cup)। এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আবারও ভেনু বদলের দাবি জানিয়েছে বাংলাদেশ। তবে আইসিসির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভেনু পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে জটিলতা আরও বেড়েছে।

আসিফ নজরুল বলেন, সিদ্ধান্ত বদলের কোনও সম্ভাবনা নেই। তবে তিনি এটাও জানান, বাংলাদেশ এখনও আশা ছাড়ছে না। তাঁর কথায়, দল খেলার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা বিশ্বাস করে আইসিসি সুবিচার করবে। বাংলাদেশের অনুরোধ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনা করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হোক।

ভারতে খেলতে গেলে নিরাপত্তা নিয়ে যে সমস্যা থাকবে, সেটাও স্পষ্ট করে বলেছেন নজরুল। তিনি জানান, আগে ভারতে খেলতে এসে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পর্যাপ্ত নিরাপত্তা পাননি। সেই কারণে চাপের মুখে তাঁকে ভারত ছাড়তে হয়েছিল। নজরুলের প্রশ্ন, যে বোর্ড একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারেনি, তারা কীভাবে গোটা দল, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা দেবে?

এই বিতর্ক সহজে মিটবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। এর মধ্যেই বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আরও কড়া বার্তা দেন। তিনি বলেন, কোনও আন্তর্জাতিক সংস্থা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিতে পারে না। বাংলাদেশ লড়াই চালিয়ে যাবে। তাঁর কথায়, বাংলাদেশ ক্রিকেটপ্রেমী দেশ। ২০ কোটি সমর্থককে বিশ্বকাপে না পেলে সেটার অভাব আইসিসিই অনুভব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts