Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ব্যস্ত সকালে রেলগেটে ভয়াবহ ধাক্কা! ট্রেন-ট্রাক সংঘর্ষে চাঞ্চল্য
দেশ

ব্যস্ত সকালে রেলগেটে ভয়াবহ ধাক্কা! ট্রেন-ট্রাক সংঘর্ষে চাঞ্চল্য

train accident jharkhand
Email :3

ব্যস্ত সকাল। রেলগেটের সামনে দাঁড়িয়ে ট্রাক, ছোট গাড়ি ও একাধিক বাইক। চারদিকে ভিড়। ঠিক সেই সময়ই প্রবল গতিতে ছুটে এল ট্রেন। মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Train Accident)। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে একটি রেলগেটে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল চাল বোঝাই ট্রাক এবং ট্রেনের ইঞ্জিন (Train Accident)।

আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত জসিডিহ ও মধুপুরের মাঝামাঝি রোহিণী-নাওয়াডিহি রেলগেটে এই দুর্ঘটনা ঘটে (Train Accident)। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ ১৩৫১০ গোন্ডা–আসানসোল এক্সপ্রেস রেললাইন পার হওয়া একটি চাল বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির ব্যাপক ক্ষতি হয় এবং ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় রেলগেটে প্রচুর যানবাহন জমে গিয়েছিল। ট্রাকটি রেললাইন পার হওয়ার মাঝেই ট্রেনটি এসে পড়ে। ধাক্কার সময় (Train Accident) ট্রাকের পাশে থাকা দুটি মোটরসাইকেল ট্রাকের নীচে চলে যায়। তবে সৌভাগ্যক্রমে মোটরসাইকেল আরোহীরা আগেই সরে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১১টা নাগাদ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত যানজটের কারণে ট্রেনের জন্য সিগন্যাল দেওয়া যায়নি। তার মধ্যেই ডাউন লাইনে গোন্ডা–আসানসোল এক্সপ্রেস চলে আসে এবং লেভেল ক্রসিংয়ে ট্রাকটিকে ধাক্কা মারে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, ট্রেনের গতি আরও বেশি হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং রেল সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts