Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • জানুয়ারির বিয়ে নাকি অক্টোবরে সিঁদুর? হিরণ-হৃতিকার সম্পর্ক ঘিরে নতুন প্রশ্ন
বিনোদন

জানুয়ারির বিয়ে নাকি অক্টোবরে সিঁদুর? হিরণ-হৃতিকার সম্পর্ক ঘিরে নতুন প্রশ্ন

hiran marriage
Email :22

২০ জানুয়ারি বারাণসীর ঘাট থেকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) এবং মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির মধ্যে সিঁদুরদান চলছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন হিরণ? চারদিকে শুরু হয় জোর জল্পনা।

এই জল্পনার মধ্যেই হিরণের (Hiran Chatterjee) স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, হিরণের সঙ্গে তাঁর ২৫ বছরের সংসার। এখনও তাঁদের মধ্যে কোনও আইনি বিচ্ছেদ হয়নি। ফলে বিয়ের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি জানুয়ারিতেই চার হাত এক হয়েছে? নাকি তার আগেই অন্য কোনও সময়ে বিয়ে হয়ে গিয়েছে? হৃতিকা গিরির ফেসবুক প্রোফাইলে থাকা একাধিক ভিডিও ও ছবি দেখে অনেকেই মনে করছেন, হিরণ-হৃতিকার (Hiran Chatterjee) সম্পর্ক নতুন নয়। তাঁদের প্রেমপর্ব বেশ কিছুদিন ধরেই চলছিল, সেই ইঙ্গিত স্পষ্ট।

গত অক্টোবর মাসে নিজের জন্মদিন উদযাপনের একটি ছবি পোস্ট করেছিলেন হৃতিকা। সেই ছবিতে তাঁর হাতে সাদা-লাল চুড়ি দেখা যায়। অনেকের চোখে সেটি শাঁখা-পলা বলেই মনে হয়েছে। যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, সেটি আদৌ শাঁখা-পলা ছিল কি না। তবে ওই ছবি ঘিরেই নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে, “বিয়ের ছবি জানুয়ারিতে সামনে এল। কিন্তু তাহলে কি বিয়ে তার আগেই হয়ে গিয়েছিল? না হলে অক্টোবরে হৃতিকার হাতে শাঁখা-পলা এল কীভাবে?”

এর আগেও হিরণ ও হৃতিকাকে এক মন্দিরে একসঙ্গে গলায় মালা পরে দেখা গিয়েছিল। সেই সময় এই সম্পর্ক নিয়ে TV9 বাংলার তরফে হিরণকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে ২০ জানুয়ারি বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও হিরণের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও সেই সব ছবি সরিয়ে ফেলা হয়েছে।

তবে হৃতিকার প্রোফাইলে এখনও হিরণের সঙ্গে তাঁর একাধিক ছবি রয়ে গিয়েছে। ফলে হিরণ শেষ পর্যন্ত এই বিষয়ে মুখ খুলবেন কি না, কিংবা অনিন্দিতা আইনি পথে হাঁটবেন কি না, সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক ও টলিউড মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts