Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কলকাতা অচল! আশা কর্মীদের মিছিলে স্তব্ধ শহর
রাজ্য

কলকাতা অচল! আশা কর্মীদের মিছিলে স্তব্ধ শহর

asaj
Email :6

বুধবার সকাল থেকেই কার্যত থমকে গিয়েছে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। শহরের নানা প্রান্তে সভা ও মিছিল ঘিরে তৈরি হয়েছে যানজট (ASHA Workers Protest)। একদিকে আইএসএফ-এর সভা, অন্যদিকে ন্যূনতম ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসছেন হাজার হাজার আশা কর্মী। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে সকাল থেকেই ট্রেনে চেপে শহরে পৌঁছেছেন তাঁরা। ব্যস্ত কর্মদিবসে এই মিটিং-মিছিলের জেরে অফিসযাত্রী থেকে নিত্যযাত্রী, সকলেই পড়েছেন চরম ভোগান্তিতে (ASHA Workers Protest)।

এদিন ন্যূনতম মাসিক ভাতা ১৫ হাজার টাকা করার দাবিতে পথে নামেন আশা কর্মীরা। হাওড়া, শিয়ালদহ ও ধর্মতলা হয়ে বিশাল মিছিল করে তাঁরা স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন। বেগুনি শাড়ি পরা আশা কর্মীদের মিছিলে স্তব্ধ হয়ে যায় শহরের একাংশ। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দাবি, শহরে পুরোপুরি কোনও রাস্তা বন্ধ করা হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে একাধিক জায়গায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে (ASHA Workers Protest)।

এমজি রোড এবং এসএন ব্যানার্জী রোড কার্যত বন্ধ রাখা হয়েছে। এসএন ব্যানার্জী রোড দিয়ে চলা গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। লেলিন সরণী ও এজিসি বোস রোডে তৈরি হয়েছে তীব্র যানজট। শিয়ালদহ-ধর্মতলা হয়ে আসা বহু গাড়িকে মল্লিকবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছু যানবাহন এমজি রোড দিয়েও চালানো হচ্ছে। তবে হাওড়া এলাকায় গাড়ির চাপ তুলনামূলক কম থাকায় সেখানে বড় কোনও রাস্তা বন্ধ হয়নি। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবন থেকে উইপ্রো মোড় পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরেই আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা। গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা। বর্তমানে তাঁদের মাসিক ভাতা ৫ হাজার ২৫০ টাকা। এই ভাতা বাড়িয়ে ন্যূনতম ১৫ হাজার টাকা করার দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি সরকারি কর্মীদের মতো সমস্ত ধরনের ছুটির অধিকার, কাজের সময় মৃত্যু হলে পরিবারের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ইনসেন্টিভের বদলে বকেয়া টাকা একসঙ্গে মেটানোর দাবিতেও অনড় রয়েছেন আন্দোলনরত আশা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts