বাড়িতে স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও আবার বিয়ে করেছেন অভিনেতা ও সাংসদ হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)— এমন অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছিলেন হিরণ। পরে বিতর্ক বাড়তেই সেই ছবি মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে ছবিগুলি নজরে পড়ে গিয়েছে তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের।
সূত্রের খবর, বেনারসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন হিরণ (Hiran Chatterjee)। সেখান থেকেই সামনে আসে একাধিক ছবি। লাল বেনারসিতে নববধূ হৃতিকা গিরি এবং হলুদ পাঞ্জাবিতে হিরণ— এমন ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ছবিতে মালা বদল, কোনও ছবিতে সিঁদুরদান, আবার কোথাও অগ্নিসাক্ষী করে সাতপাকে ঘোরার মুহূর্ত— সবটাই ধরা পড়েছে ক্যামেরায়।
এই বিয়েকে একেবারেই মানতে নারাজ হিরণের (Hiran Chatterjee) স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আইনত এখনও তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। অনিন্দিতার কথায়, তাঁদের ১৯ বছরের মেয়ে রয়েছে। অন্যদিকে হৃতিকর বয়স ২১ বছর, আর হিরণ প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই।
অনিন্দিতা জানান, তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালের ১১ ডিসেম্বর। চলতি বছরে সেই বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর ও মেয়ের উপর মানসিক চাপ ও অত্যাচার চলছিল। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এতদিন মুখ খোলেননি বলেও জানান তিনি।
মানসিকভাবে ভেঙে পড়া অনিন্দিতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই বিয়ের ছবি প্রকাশ করা চরম অসম্মানজনক। তাঁর দাবি, নিজের মেয়ের ছবি কোনওদিন সোশ্যাল মিডিয়ায় দেননি হিরণ, অথচ নতুন বিয়ের ছবি প্রকাশ করতে এক মুহূর্তও ভাবেননি। তাঁর স্পষ্ট বক্তব্য, হিন্দু আইনে একটি বিয়ে বহাল থাকলে দ্বিতীয় বিয়ের কোনও আইনগত মূল্য নেই। ডিভোর্স না হলে এই বিয়েকে তিনি কোনওভাবেই মান্যতা দেবেন না।
এই বিতর্ক সামনে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। হিরণ চট্টোপাধ্যায় এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।













