বাংলাদেশে (Bangladesh) ফের খুন হলেন এক হিন্দু যুবক। অভিযোগ, তাঁর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। ওপার বাংলায় সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর একাধিক হামলা ও খুনের ঘটনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এবার এই ঘটনায় উঠে এল বিএনপি নেতার নাম।
নিহত যুবকের নাম রিপন সাহা (Bangladesh)। বয়স ৩০ বছর। তিনি রাজবাড়ি সদর উপজেলার মোড়ে একটি পেট্রলপাম্পে কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, শুক্রবার ভোরে একটি চারচাকা গাড়ি পেট্রলপাম্পে তেল নিতে আসে। প্রায় পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর চালক টাকা না দিয়েই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। রিপন তা আটকাতে গেলে গাড়িটি তাঁর উপর তুলে দেওয়া হয় (Bangladesh)।
রিপনের বাড়ি রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে চলতে শুরু করে। পিছন থেকে দৌড়ে গাড়ি আটকাতে গেলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। অভিযোগ, ঢাকা-খুলনা জাতীয় সড়কের উপর তাঁর মাথার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন পেট্রলপাম্পের অন্য কর্মীরা। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে মৃত্যু হয় রিপনের।
এই ঘটনায় রাজবাড়ি সদর থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, ধৃতদের নাম আবুল হাসেম ও কামাল হোসেন। আবুল ওই গাড়ির মালিক এবং কামাল ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন। পেট্রলপাম্পের সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবুল হাসেম বিএনপি-র প্রাক্তন কোষাধ্যক্ষ ছিলেন। তিনি রাজবাড়ি জেলা যুবদলের প্রাক্তন সভাপতিও। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেল নেওয়ার সময় গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে ছিলেন আবুল। তেল নেওয়ার পর তিনি গাড়িতে ওঠেন এবং সঙ্গে সঙ্গেই গাড়ি চালানো শুরু হয়।
রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জিয়াউর রহমান জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।











