Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, লক্ষ লক্ষ ভক্তে উত্তাল গঙ্গাসাগর
জেলা

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, লক্ষ লক্ষ ভক্তে উত্তাল গঙ্গাসাগর

ganga sagar
Email :3

পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নানের মহাসমাগম (Gangasagar)। বুধবার ভোররাত থেকেই সাগরসঙ্গমে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে এসেছেন গঙ্গাসাগরে (Gangasagar)। ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’—এই বিশ্বাসকে সামনে রেখেই ভক্তরা সাগরের জলে পুণ্যডুব দিচ্ছেন। ভোর থেকে শুরু হওয়া শাহিস্নানকে ঘিরে সাগরতট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।

স্নানের (Gangasagar) পাশাপাশি কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মন্দির চত্বরে তিল ধারণের জায়গা নেই। ভিড় সামাল দিতে মেলা এলাকায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও স্বেচ্ছাসেবক। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। স্নানঘাটে কোনও দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী জলপথে নিরন্তর টহল দিচ্ছে।

মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আকাশপথ ও জলপথ মিলিয়ে গোটা মেলা চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ এবং নিখোঁজদের দ্রুত খুঁজে পেতে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

অন্যদিকে, মকর সংক্রান্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীর ঘাটেও ভোর থেকেই উপচে পড়েছে ভিড়। অনেকেই টুসু ঠাকুর নিয়ে মকর স্নানে অংশ নিয়েছেন। প্রতি বছর মকর সংক্রান্তিতে ঘাটালের শিলাবতী নদীর পাড়ে গঙ্গা মেলা বসে। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা থেকে বহু পুণ্যার্থী সেখানে স্নান করতে আসেন। ঘাটাল পৌরসভার উদ্যোগেই গঙ্গা পুজোর আয়োজন করা হয়। এই মেলার ইতিহাস বহু পুরনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts