ফের নতুন করে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে (Nipah Virus)। বর্ধমানে আরও দু’জনকে নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত সন্দেহে চিকিৎসার আওতায় আনা হয়েছে। জানা গিয়েছে, এর আগে যিনি নিপা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন, তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত এক হাউসস্টাফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আরও এক নার্সকে নিপা সন্দেহে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, কাটোয়ার বাসিন্দা যে নার্সকে আগেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁর চিকিৎসা করতে গিয়ে বর্ধমান হাসপাতালের এক হাউসস্টাফ ও এক নার্সের শরীরে নিপার উপসর্গ দেখা দেয় (Nipah Virus)। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। এর মধ্যে ওই হাউসস্টাফকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় বর্ধমানের মেমারী এলাকার এক নার্সকেও বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সোমবার থেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি হাসপাতালে কর্মরত দুই নার্স নিপা আক্রান্ত বলে জানা যায়। তাঁরা গত কয়েকদিন ধরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন। ওই দুই নার্সের একজনের বাড়ি নদিয়ায় এবং অন্যজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায়।
এই ঘটনার পর আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে রাত বাড়তেই আরও এক হাউসস্টাফের শরীরে সংক্রমণের লক্ষণ ধরা পড়ে। পরিস্থিতি নজরে রেখে স্বাস্থ্য দফতর সতর্কতা বাড়িয়েছে।












