মোহনবাগান বললেই টুটু বসুর (Tutu Bose) নাম আসে। সরকারি পদে না থাকলেও, মোহনবাগানি মাত্রেই জানেন টুটু বসু আর মোহনবাগানকে আলাদা করা প্রায় অসম্ভব। ক্লাবের খারাপ সময়ে আর্থিক সহায়তা থেকে শুরু করে অভিভাবকের ভূমিকা—সব ক্ষেত্রেই আজও ভরসার নাম টুটু বসু। একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি (Tutu Bose)।
সেই টুটু বসু, অর্থাৎ স্বপনসাধন বসু (Tutu Bose) এবং তাঁর গোটা পরিবারকে এবার এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলে এই শুনানি হবে। সেখানে হাজিরা দিতে বলা হয়েছে টুটু বসু, তাঁর পুত্র মোহনবাগান সচিব ও প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু এবং পরিবারের অন্যান্য সদস্যদের।
জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় টুটু বসু ও তাঁর পরিবারের নাম পাওয়া যায়নি। বসু পরিবার সূত্রে খবর, ওই সময়ে তাঁরা হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই এলাকার ভোটার তালিকায় তাঁদের নাম নেই। প্রথমে স্থানীয় বিএলও-র তরফে জানানো হয়েছিল যে সব কিছু ঠিক রয়েছে। পরে জানানো হয়, এসআইআরের শুনানিতে হাজিরা দিতে হবে।
বর্তমানে টুটু বসু ও তাঁর পরিবার কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই এলাকা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। বসু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে টুটু বসুর পক্ষে শুনানিতে গিয়ে উপস্থিত থাকা সম্ভব নয়। তবে তাঁর পুত্র সৃঞ্জয় বসু এবং পরিবারের অন্যান্য সদস্যরা নির্ধারিত দিনে এসআইআরের শুনানিতে যাবেন।











