Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইরান জুড়ে প্রতিবাদে আগুন, দমন অভিযানে ৬৪৮ জন নিহত বলে দাবি মানবাধিকার সংগঠনের
বিদেশ

ইরান জুড়ে প্রতিবাদে আগুন, দমন অভিযানে ৬৪৮ জন নিহত বলে দাবি মানবাধিকার সংগঠনের

iran protest aaa2
Email :4

ইরানে দেশজুড়ে চলা বিক্ষোভ (Iran Protest) দমন করতে গিয়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ৬৪৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। মৃতদের মধ্যে ন’জন নাবালকও রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও গুরুতর হয়েছে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ থাকায়।

নরওয়ের মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ (Iran Protest) সোমবার জানিয়েছে, তারা এখনও পর্যন্ত ৬৪৮ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। সংগঠনের প্রধান মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, ইসলামিক রিপাবলিকের হাতে সাধারণ বিক্ষোভকারীদের গণহত্যা থেকে রক্ষা করা আন্তর্জাতিক সমাজের দায়িত্ব।

ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি থাকা সত্ত্বেও একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে (Iran Protest)। একটি ভিডিওতে দেখা গিয়েছে, তেহরানের দক্ষিণে একটি মর্গের বাইরে সারি দিয়ে রাখা রয়েছে অসংখ্য দেহ। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে ছুটে আসছেন কান্নায় ভেঙে পড়া পরিবারগুলি।

প্রায় দু’সপ্তাহ আগে আর্থিক সমস্যাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই ধরনের আন্দোলন অন্যতম বড় বলে মনে করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে সোমবার দেশজুড়ে সরকারপন্থী সমাবেশের আয়োজন করে প্রশাসন। ইসলামিক রিপাবলিকের সমর্থনে রাস্তায় নামানো হয় সরকারি কর্মী ও সমর্থকদের।

এই অস্থির পরিস্থিতির মধ্যেই আমেরিকা তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। মার্কিন দূতাবাস ইরানে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বিক্ষোভ আরও হিংসাত্মক হতে পারে এবং গ্রেপ্তার, আহত হওয়া ও ব্যাপক অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, বহু রাস্তা বন্ধ, গণপরিবহণ ব্যাহত এবং ইন্টারনেট ও যোগাযোগ পরিষেবায় কড়াকড়ি চলছে বলেও জানানো হয়েছে। একাধিক বিমান সংস্থা ইরান যাতায়াতের পরিষেবা কমিয়ে দিয়েছে বা বন্ধ রেখেছে।

ইরানের পরিস্থিতি নিয়ে ফ্রান্সও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই দমন অভিযানকে ‘রাষ্ট্রীয় হিংসা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, নিজের অধিকারের দাবিতে রাস্তায় নামা ইরানি নারী ও পুরুষদের উপর নির্বিচারে হামলার নিন্দা করেন তিনি। মৌলিক স্বাধীনতার অধিকার সবার জন্য সমান এবং যারা সেই অধিকারের পক্ষে দাঁড়াচ্ছেন, ফ্রান্স তাঁদের পাশে রয়েছে বলেও জানিয়েছেন ম্যাক্রোঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts