প্রায় প্রতি বছরই কেরলের কোনও না কোনও এলাকায় নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্তের খবর মেলে। তবে বাংলায় বহু বছর পরে ফের নিপা আতঙ্ক দেখা দিল। ২০০১ সালে শিলিগুড়িতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেই স্মৃতি এখনও অনেকের মনে তাজা। এবার কলকাতার একেবারে কাছেই নিপা আক্রান্তের (Nipah Virus) খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে।
সোমবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁরা জানান, কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে পরীক্ষায় ওই দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাস ধরা পড়েছে (Nipah Virus)। আরও নিশ্চিত হওয়ার জন্য নমুনা পুনেতে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রও উদ্বিগ্ন।
পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি জানান, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলায় পাঠানো হচ্ছে। ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম’ রাজ্যে এসে কাজ করবে। সেই টিমের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞরা একযোগে কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর অবস্থা এখনও গুরুতর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্যের তরফে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ৯৮৭৪৭০৮৮৫৮, ৯৮৩৬০৪৬২১২ এবং ০৩৩২৩৩৩০১৮০। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বাদুড় খায় এমন ফল বা খেজুরের কাঁচা রস খাওয়া থেকে আপাতত বিরত থাকতে হবে।













