রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) খুনের হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের উদ্দেশে একটি ই-মেল পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল ‘Will Blast Him’। সেই মেল পাওয়ার পরই রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। তবে এই হুমকির ঘটনায় রাজ্যপাল (CV Ananda Bose)যে একেবারেই ভয় পাননি, তা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজ্যপাল (CV Ananda Bose)বলেন, তিনি নিজেই নিরাপত্তারক্ষী ছাড়া রাস্তায় হাঁটার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তাঁদের কর্তব্যের কারণে সেই প্রস্তাবে সম্মতি দেননি। রাজ্যপাল জানান, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে এবং তাঁর কিছু হবে না বলেই তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
এ দিন সাংবাদিকরা হুমকির ঘটনার পাশাপাশি শুক্রবারের সাম্প্রতিক বিতর্ক নিয়েও তাঁর প্রতিক্রিয়া জানতে চান। রাজ্যপাল বলেন, এই বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন এবং তিনি এতে মন্তব্য করতে চান না। তাঁর বক্তব্য, কোনও সরকারি কর্মীকে তাঁর কাজ করতে বাধা দেওয়া একটি ফৌজদারি অপরাধ। যদি কেউ কোনও সাংবিধানিক কর্তৃপক্ষকে দায়িত্ব পালনে বাধা দেয়, তবে তাঁর সেই পদে থাকার অধিকার নেই। কোনও ব্যক্তি যত বড় পদেই থাকুন না কেন, তাঁকে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করতেই হবে বলে মন্তব্য করেন রাজ্যপাল।
উল্লেখ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা নিয়ে একটি ইস্তেহারও প্রকাশ করেছেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।











