Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভাটপাড়া থেকে যুদ্ধঘোষণা! “এবার মা কালীর নামে বঙ্গ জয়”
জেলা

ভাটপাড়া থেকে যুদ্ধঘোষণা! “এবার মা কালীর নামে বঙ্গ জয়”

suvendu adhikari aa
Email :13

ভাটপাড়ার সভামঞ্চ থেকে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার উত্তর ২৪ পরগনার এই শিল্পাঞ্চলে সভা করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে রাজ্যের শিল্পহীনতা এবং কর্মসংস্থানের অভাবের কথা।

শুভেন্দু অধিকারী বলেন, আগে কলিঙ্গ অর্থাৎ ওড়িশা জিতেছে বিজেপি, তার পরে অঙ্গ অর্থাৎ বিহার (Suvendu Adhikari)। এ বার বাকি রয়েছে শুধু বঙ্গ। বাংলা দখলের ডাক দিয়ে তিনি বলেন, মা কালীর নাম নিয়েই এবার লড়াইয়ে নামতে হবে। তাঁর দাবি, রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে হলে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে।

ভাটপাড়া একসময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। জুট মিল ও বিভিন্ন কারখানার জন্য বহু মানুষ এখানে এসে বসবাস শুরু করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ৩৪ বছরের বাম সরকার এবং ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনে রাজ্য এগোনোর বদলে পিছিয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় একের পর এক জুট মিলে তালা ঝুলছে। শিল্প বাঁচানোর বদলে জমি সিল করে প্রোমোটিংকেই গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, ভাটপাড়া এবং ব্যারাকপুর অঞ্চলে একসময় কাজের সুযোগ ছিল। আজ সেই পরিস্থিতি আর নেই। তাই মানুষ যদি সত্যিই পরিবর্তন চান, তবে বিজেপিকে জেতাতে হবে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, এই এলাকাতেই আগে বিজেপির হয়ে সাংসদ পদে লড়েছিলেন অর্জুন সিং। তবে শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন তিনি। বর্তমানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের সংগঠন যে শক্তিশালী, তা স্বীকার করলেও সেখান থেকেই বিজেপির ঘুরে দাঁড়ানোর বার্তা দেন শুভেন্দু।

সভা শেষে শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা নির্বাচনের সঙ্গে ওড়িশায় ভোট হয়েছিল এবং সেখানে বিজেপি সরকার গঠন করেছে। বিহারেও সুশাসন এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে বাংলাতেও পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts