Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সভার শেষে চমক! চা শ্রমিককে মঞ্চে ডেকে বড় ঘোষণা অভিষেকের
জেলা

সভার শেষে চমক! চা শ্রমিককে মঞ্চে ডেকে বড় ঘোষণা অভিষেকের

abhishek banerjee 123
Email :17

ভোটের মুখে রাজ্যের বিভিন্ন জেলায় পরপর সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বারুইপুরের সভার পর শনিবার তিনি পৌঁছন আলিপুরদুয়ারে। যে জেলায় গত নির্বাচনে পাঁচটি আসনেই তৃণমূল হেরেছিল, সেই মাটিতে দাঁড়িয়ে এ দিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee)।

তবে সভার শেষে অন্যরকম ছবি দেখা যায়। মঞ্চের সামনে তৈরি র‌্যাম্পে দাঁড়িয়ে তিনি সরাসরি সাধারণ মানুষের প্রশ্ন নিতে শুরু করেন (Abhishek Banerjee)। চিরকুটে লেখা একের পর এক প্রশ্ন পড়ে উত্তর দেন অভিষেক। সেই সময়ই উঠে আসে চা শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধার প্রসঙ্গ।

একটি চিরকুটে এক চা শ্রমিক লেখেন, দৈনিক মজুরি বাড়ানোর দাবি। প্রশ্ন পড়েই তাঁকে মঞ্চে ডেকে নেন অভিষেক (Abhishek Banerjee)। মঞ্চে উঠে ওই চা শ্রমিক জানান, দিনে ২৫০ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব। তাঁর অভিযোগ, ১৪ দফা দাবি জানানো হলেও তা শোনা হচ্ছে না। বাড়ি নেই, ঠিকমতো চিকিৎসার ব্যবস্থাও নেই। অ্যাম্বুল্যান্স ডাকতে গেলে ধার করে টাকা জোগাড় করতে হয়।

মন দিয়ে সমস্ত অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর তিনি বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র ৬০ টাকা। ধাপে ধাপে তা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই টাকায় সংসার চলে না।

এর পর বড় আশ্বাস দেন অভিষেক। তিনি বলেন, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে নতুন সরকার গঠন হলে আলিপুরদুয়ারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে তিনি নিজে আবার আসবেন বা দলের কোনও সিনিয়র নেতাকে পাঠানো হবে। রাজ্য সরকার, শ্রমিক সংগঠন এবং চা বাগানের মালিক পক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে। সেই বৈঠকের মাধ্যমে দৈনিক মজুরি ৩০০ টাকা করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন বাস রুট চালুর কথা ঘোষণা করেছিলেন, সেটিও আগামী সোমবার থেকে শুরু হয়ে যাবে বলে জানান অভিষেক। আলিপুরদুয়ারে মোট পাঁচটি নতুন বাস নামবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts