Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • শচীনের হাতে জার্সি, মেসির হাতে বিশ্বকাপ বল—ওয়াংখেড়েতে ঐতিহাসিক সন্ধ্যা
Important

শচীনের হাতে জার্সি, মেসির হাতে বিশ্বকাপ বল—ওয়াংখেড়েতে ঐতিহাসিক সন্ধ্যা

lionel messi aaa
Email :4

কথা ছিল লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে আনন্দে ভাসবে ‘আনন্দ নগরী’ কলকাতা। কিন্তু বাস্তবে তা আর হল না। নির্ধারিত সময়ের আগেই মেসি যুবভারতী ছাড়তেই দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। মেসির এক ঝলকও দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার দর্শক। মুহূর্তের মধ্যেই চরম বিশৃঙ্খলার ছবি দেখা যায় যুবভারতীতে। ভাঙচুর হয় স্টেডিয়ামের একাধিক অংশ, বিপুল ক্ষতির মুখে পড়ে ক্রীড়াঙ্গন (Lionel Messi)।

এই ঘটনার রেশ গায়েই মেখে কলকাতা ছাড়েন মেসি (Lionel Messi)। দুপুরের বিমানে তিনি পৌঁছে যান হায়দরাবাদে। সেখানে অবশ্য সম্পূর্ণ ভিন্ন ছবি। হায়দরাবাদে মেসির ‘গোট কনসার্ট’ ছিল জমজমাট ও সফল। দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। আর রবিবার সন্ধ্যায় মুম্বই সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক বিরল ও স্মরণীয় মুহূর্তের।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন দুই ‘গোট’ (Lionel Messi)। একজন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, অন্যজন ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর। ফুটবল আর ক্রিকেটের এই ঐতিহাসিক মিলন দেখে আবেগে ফেটে পড়ে গোটা গ্যালারি। এমন দৃশ্য ভারতীয় ক্রীড়া ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

রবিবার গোট কনসার্টের শুরুতেই হয় ইন্ডিয়া স্টার্স ও মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচে হেডে গোল করেন সুনীল ছেত্রী। এরপর পেনাল্টি নেন মেসি। নিখুঁত শটে বল জালে জড়াতেই গর্জে ওঠে ওয়াংখেড়ে। এখানেই থামেনি রোমাঞ্চ। পরে দূর থেকে শট নেন মেসি। বল গিয়ে পড়ে দোতলার গ্যালারিতে। বারবার দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। মাঠে তখন একেবারে খোশমেজাজে দেখা যায় আর্জেন্টিনার তারকাকে। ডি পল ও লুইস সুয়ারেজও দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

এরপর মাঠে প্রবেশ করেন শচীন তেণ্ডুলকর। ‘মাস্টার ব্লাস্টার’-কে দেখে আবারও উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। শচীন মেসির হাতে তুলে দেন নিজের সই করা ১০ নম্বর জার্সি। পাল্টা মেসি শচীনকে উপহার দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ের স্মারক বল। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা। সুয়ারেজের হাতে ছিল উরুগুয়ের পতাকা এবং ডি পলের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা।

এর আগে মেসি নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন সুনীল ছেত্রীকে। ইন্ডিয়া স্টার্স ও মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গেও করমর্দন করেন তিনি। মাঠে উপস্থিত ছিলেন নিখিল পূজারি, রাহুল ভেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। বলিউড থেকে হাজির ছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ একাধিক তারকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও সস্ত্রীক উপস্থিত ছিলেন ওয়াংখেড়েতে। ভিআইপি-দের জন্য তৈরি বিশেষ তাঁবুতে বসার ব্যবস্থা করা হয়েছিল। মাঠের মাঝখানে তৈরি হয় বিশাল স্টেজ। মেসি যখন গোটা মাঠ পরিক্রমা করলেন, নিরাপত্তার কারণে তাঁর ধারেকাছে কেউ যাননি। সব মিলিয়ে ওয়াংখেড়েতে মেসির গোট কনসার্ট ছিল সম্পূর্ণ সুপারহিট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts