মালদহের (Maldah) ইংরেজবাজারে ফের ধরা পড়ল জাল নোট পাচারের বড় চক্র। সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। পুলিশের নজরে পড়তেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে যুবক বলেন, তিনি নাকি কারও জন্য অপেক্ষা করছেন। এরপর পুলিশ অন্যদিকে টহল দিতে যেতেই আসে আর একজন। দু’জনের মধ্যে ব্যাগ হাতবদল হতেই পুলিশ দু’জনকেই ধরে ফেলে (Maldah)।
ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে ধরা পড়ে মূল অভিযুক্ত হানিপ শেখ (Maldah)। তার বয়স মাত্র ছাব্বিশ। বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুরে। বাইকে বসে থাকা অবস্থায় তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ১০ লক্ষ টাকার জাল নোট। সব মিলিয়ে ২০টি বান্ডিল, প্রতিটিতে ৫০০ টাকার নোট।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, সীমান্তে (Maldah) বিএসএফের কড়া নজরদারি রয়েছে, তবুও জাল নোট পাচার করার চেষ্টা হচ্ছিল। যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। তিনি কোন বড় চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পরে আবারও জাল নোট চক্র নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।









