Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • দুর্গে পরিণত দিল্লি, বৃহস্পতিবার ভারতে পুতিন, পাঁচস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা রাজধানী
Important

দুর্গে পরিণত দিল্লি, বৃহস্পতিবার ভারতে পুতিন, পাঁচস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা রাজধানী

Email :8

বৃহস্পতিবার ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সফরকে ঘিরে কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে রাজধানী দিল্লি। পুতিনের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে পাঁচস্তরীয় কড়া নিরাপত্তাবলয়। দিল্লির আকাশ ও মাটিতে একসঙ্গে চলবে নজরদারি (Vladimir Putin)। নিরাপত্তার জন্য থাকছে স্নাইপার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নজর রাখার বিশেষ ব্যবস্থা।

রুশ প্রেসিডেন্টের (Vladimir Putin) নিরাপত্তায় থাকবেন রাশিয়া থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি ভারতের এনএসজি-র শীর্ষ কমান্ডোরাও মোতায়েন থাকবেন। সূত্রের খবর, রাশিয়ার অন্তত ৫০ জন উচ্চপদস্থ নিরাপত্তাকর্মী ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। পুতিন যে যে পথে যাবেন, সেই সব রাস্তাঘাট তাঁরা দিল্লি পুলিশ ও এনএসজি-র সঙ্গে ঘুরে দেখেছেন।

২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে ভারতে আসছেন পুতিন (Vladimir Putin)। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি দিল্লিতে পৌঁছবেন। তাঁর সঙ্গে আনা হচ্ছে একটি বিশেষ ‘পুপ সুটকেস’ এবং ‘পোর্টেবল ল্যাবরেটরি’। নিরাপত্তা সংক্রান্ত কারণে এই ব্যবস্থা নেওয়া হয় বলেই জানা যাচ্ছে।

ক্রেমলিন আগেই জানিয়েছিল, ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর। ভারতের বিদেশমন্ত্রকও ইতিমধ্যে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে নতুন চুক্তি হতে পারে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts