মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহে প্রথমবার মুখ খুললেন শাসকমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। যাদবপুর বিধানসভায় এসআইআর-এর ওয়ার রুম পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের সিদ্ধান্ত বা হুমকির রাজনীতি তৃণমূল কংগ্রেস সমর্থন করে না (Humayun Kabir)।
ফিরহাদ হাকিম বলেন, তিনি বা তাঁর দল কখনও এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করেন না। তৃণমূল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। কাউকে চাপ দিয়ে বা ভয় দেখিয়ে রাজনীতি করা তাঁদের দলের কাজ নয় বলেই জানান তিনি। সম্প্রতি যে ধরনের বক্তব্য সামনে এসেছে, তা দল কোনওভাবেই সমর্থন করছে না বলে স্পষ্ট করেন ফিরহাদ।
উল্লেখ্য, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছেন, সেই কাজে কেউ বাধা দিলে জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন। এমনকি মহকুমা পুলিশ আধিকারিকের কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি (Humayun Kabir)। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজ্যজুড়ে বিতর্ক তীব্র হয়েছে।
হুমায়ুন কবীরের এই বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠিও পাঠিয়েছেন তিনি এবং আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই পরিস্থিতিতে শাসকদলও নিজেদের বিধায়কের বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। ফিরহাদ হাকিমের বক্তব্য থেকেই স্পষ্ট, হুমায়ুনের এই ধরনের মন্তব্যকে দল সমর্থন করছে না।











