Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • প্রশাসন না শাসক দলের শাখা? ফলতার বিডিওকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার
জেলা

প্রশাসন না শাসক দলের শাখা? ফলতার বিডিওকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

falta bdo
Email :15

কিছুদিন আগেই এলাকায় শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অভিযোগের তির ছুড়েছিলেন এক দাপুটে তৃণমূল নেতার দিকে। এবার আরও একধাপ এগিয়ে গিয়ে সরাসরি প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন ডায়মন্ড হারবার (Falta) লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফের সেই সামাজিক মাধ্যমকেই হাতিয়ার করে ফলতার বিডিও-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। অভিজিতের দাবি, বিডিও (Falta) শানু বক্সী কাজ করছেন তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নির্দেশে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রকাশ্যে প্রশ্ন তুলে দিলেন তিনি।

অভিজিতের অভিযোগ আরও ভয়ানক। তাঁর দাবি, মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দিচ্ছেন না বিডিও (Falta) । বিএলও-দের অনলাইনে ফর্ম আপলোড করতেও নাকি বাধা দেওয়া হচ্ছে। চাকরি চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন মাঠে কাজ করা বিএলও-রা। অভিজিতের কটাক্ষ, প্রশাসনের এই ভূমিকা কার্যত এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করছে। তাঁর কথায়, ফলতার বিডিও পুরোপুরি জাহাঙ্গিরের কথায় চলছেন।

এই অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও চড়েছে। শুক্রবার বিকেলে এই ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে একই দিনে বিএলও-দের জরুরি বৈঠকে ডাকেন বিডিও শানু বক্সী (Falta) । সূত্রের দাবিতে জানা যাচ্ছে, সেই বৈঠকেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। আবার তৃণমূল নেতা জাহাঙ্গিরের পাল্টা অভিযোগ, বিডিও চাইছেন মৃত ও স্থানান্তরিত ভোটারদের ফর্মও পূরণ করাতে।

এই প্রথম নয়, বিডিও শানু বক্সী বিতর্কে জড়ালেন এমন অভিযোগে। এর আগেও তাঁর বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও থাকার সময় তাঁর বদলির পরে বিদায় সংবর্ধনায় তৎকালীন তৃণমূল বিধায়ক সুকুমার দের আবেগঘন কান্নাও তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল। তখন থেকেই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার ফের সেই বিডিও-র বিরুদ্ধেই ওঠা অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

অভিজিত দাস আবারও স্পষ্ট করে দিয়েছেন, তিনি এই লড়াই থামাবেন না। প্রশাসন ও শাসকদলের যোগসাজশ হয়েছে কি না, তা প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিডিও শানু বক্সী বা তৃণমূল নেতা জাহাঙ্গির খানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগ-পাল্টা অভিযোগে ফলতা ও ডায়মন্ড হারবার রাজনীতিতে উত্তেজনা যে চরমে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts