Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • যুবভারতীতে ফুটবল-সিনেমার মহামিলন! মেসির পাশে শাহরুখ?
রাজ্য

যুবভারতীতে ফুটবল-সিনেমার মহামিলন! মেসির পাশে শাহরুখ?

shah rukh khan and messi
Email :4

কলকাতা (Kolkata) এবার সাক্ষী থাকতে চলেছে এমন এক ঐতিহাসিক মুহূর্তের, যেখানে একই মঞ্চে দেখা যেতে পারে ফুটবল দুনিয়ার রাজা লিওলেন মেসি এবং বলিউডের বাদশা শাহরুখ খানকে। সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘গোট কনসার্ট’-এ মেসির সঙ্গে উপস্থিত থাকতে পারেন শাহরুখও। ইতিমধ্যেই এই নিয়ে বলিউড বাদশার সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে সম্মতিও মিলেছে বলে জানা যাচ্ছে (Kolkata)। সব ঠিক থাকলে একই মঞ্চে ফুটবল আর সিনেমার দুই মহাতারকার দেখা মিলবে, যা নিঃসন্দেহে কলকাতার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। তাঁর ভারত সফরের শুরুই হবে কলকাতা (Kolkata) দিয়ে। প্রথম দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর তিনি পা রাখবেন যুবভারতীতে। এখানেই হবে বহু প্রতীক্ষিত ‘গোট কনসার্ট’। প্রথমে এই অনুষ্ঠান ইডেন গার্ডেন্সে (Kolkata) করার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীকেই চূড়ান্ত করা হয়েছে। যুবভারতী থেকেই মেসি যাবেন লেকটাউন, যেখানে তাঁর মূর্তি উদ্বোধনেরও কথা রয়েছে। এর পাশাপাশি আরও একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে আর্জেন্টাইন তারকার। কলকাতায় এসে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, যুবভারতীতে (Kolkata) শাহরুখ ও মেসিকে একসঙ্গে হুডখোলা গাড়িতে ঘোরানো হতে পারে। যদিও তাঁদের মধ্যে মঞ্চে সরাসরি কোনও কথোপকথন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে শাহরুখের কলকাতায় আসার জন্য একটি বিশেষ শর্তও দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। যদি শাহরুখ মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তবে বলিউডের অন্য কোনও বড় তারকাকে ওই মঞ্চে ডাকা যাবে না। আয়োজকদের তরফে এই শর্ত মেনে নেওয়ার সম্ভাবনাও যথেষ্ট প্রবল।

কলকাতা পর্ব শেষ করে মেসি হায়দরাবাদ হয়ে যাবেন মুম্বই। ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে তিনি থাকবেন, যেখানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেখানেই তিনি দর্শক হিসেবে থাকবেন প্যাডেল গোট কাপেও। ভারতের ক্রীড়া ও বিনোদন জগতের বহু তারকার সঙ্গেই এই সফরে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। সফরের শেষদিকে তিনি দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা থেকে শুরু করে মুম্বই-দিল্লি পর্যন্ত গোটা দেশজুড়েই তৈরি হতে চলেছে মেসি-ঝড়। আর যদি সেই মঞ্চে সত্যিই শাহরুখ থাকেন, তবে তা যে শুধু কলকাতা নয়, গোটা ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts