Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জামিন পেয়েও আদালতে এলেন না পার্থ! প্রকাশ্যে হুঁশিয়ারি, এবার কি বাতিল হবে জামিন?
রাজ্য

জামিন পেয়েও আদালতে এলেন না পার্থ! প্রকাশ্যে হুঁশিয়ারি, এবার কি বাতিল হবে জামিন?

partha chatterjee
Email :39

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জামিনে মুক্ত থাকলেও বুধবার ব্যাঙ্কশাল কোর্ট-এ সশরীরে হাজিরা দেননি। সেই অনুপস্থিতিতেই ক্ষোভে ফেটে পড়েন বিচারক। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নির্ধারিত দিনে হাজিরা না দিলে আদালতের পূর্ণ অধিকার রয়েছে জামিন বাতিল করে দেওয়ার (Partha Chatterjee)।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ছাড়াও আদালতে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন অভিযুক্ত। এই বিষয়টি নজরে আসতেই বিচারক শুভেন্দু সাহা রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের প্রত্যেককেই নিম্ন আদালতে হাজিরা দিতে হবে (Partha Chatterjee)। শুনানির দিনে কেউ অনুপস্থিত থাকলে এই আদালতের পক্ষ থেকে জামিন বাতিল করার অধিকার রয়েছে।

এদিন পার্থর (Partha Chatterjee) আইনজীবীর তরফে দাবি করা হয়, শারীরিক অসুস্থতার কারণেই তিনি আদালতে হাজিরা দিতে পারেননি। সেই মর্মে আবেদনও জমা দেওয়া হয়। তবে এতে বিচারক আরও কড়া সুরে বলেন, নির্দিষ্ট কারও নাম না নিয়েই তিনি স্পষ্ট করে দেন—যাঁরা ভাবছেন জামিন পেয়ে বাড়িতে থাকবেন, তাঁরা ভুল ভাবছেন। আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

যদিও এদিন আদালতে হাজির ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য-সহ একাধিক অভিযুক্ত (Partha Chatterjee)। হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। কিন্তু পার্থ ও শান্তনুর অনুপস্থিতি ঘিরেই তৈরি হয় মূল উত্তেজনা। আদালত সূত্রে খবর, আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেদিন পার্থ ও শান্তনু হাজিরা দেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

এদিন আদালতে আরও জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদনেরও শুনানি হয়েছে। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অর্পিতা। সেই বিষয়টিও আদালতের নজরে এসেছে।

সব মিলিয়ে পার্থের আদালতে অনুপস্থিতি নতুন করে আইনি জটিলতা বাড়াল বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ। আগামী শুনানিতেই স্পষ্ট হবে, তাঁর জামিন ভবিষ্যতে কতটা নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts