সংবিধান দিবসের দিন ফের একবার দেশজুড়ে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগের কথা শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে দেশের গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতাও সংকটের মুখে। পাশাপাশি কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি (Mamata Banerjee) বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর কার্যত ‘বুলডোজার’ চালানো হচ্ছে।
এদিন সংবিধান দিবস উপলক্ষে রেড রোডে গিয়ে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর-এর মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি বলেন, এই সংকটময় সময়ে দেশের সংবিধানই একমাত্র পথ দেখাতে পারে। সংবিধানের আদর্শ রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় দায়িত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার ক্ষয় হচ্ছে, ভোটাধিকার পর্যন্ত বিপন্ন হয়ে উঠছে। তাঁর দাবি, যারা আজ দেশের ক্ষমতায়, তাদের অনেকেই স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি। অথচ তারাই আজ দেশের নাগরিকদের অধিকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি (Mamata Banerjee) আরও বলেন, দেশে এখন নিরপেক্ষতা নেই, একপক্ষীয় শাসন চলছে। এমনকি রাজা রামমোহন রায়ের মতো মনীষীকেও অপমান করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
ভারতের সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়েছিল এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়। ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, নিশ্চিত করেছে ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কিন্তু বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আমলে সেই মূল্যবোধই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, বিজেপি ধর্মের ভিত্তিতে দেশের মানুষকে বিভাজনের চেষ্টা করছে এবং ভারতকে এক ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করার ‘ষড়যন্ত্র’ চলছে। সংবিধান দিবসে দাঁড়িয়ে সেই অভিযোগ আরও একবার স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “যে কোনও মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে। কারণ সংবিধানই দেশের মানুষের শেষ আশ্রয়।”











