মালদহ (Maldah) আবারও উত্তপ্ত। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলি চলল জেলায়। মঙ্গলবার দিনভর দুই আলাদা ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক (Maldah)। সকালে উদ্ধার হয় এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ, আর রাতে গুলি করে খুন করা হয় এক পাপড় বিক্রেতাকে। নিহত ওই পাপড় বিক্রেতার নাম আজহার আলি, বয়স প্রায় পঞ্চান্ন। কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (Maldah)।
আজহার আলির বাড়ি ফতেখানিতে। সোমবার রাতে পাশের একটি মেলায় পাপড় বেচে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি (Maldah)। অভিযোগ, ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। মাথায় গুলি লাগতেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়েরা জানান, তাঁরা খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন মাথার বাঁ দিকে গুলির গভীর ক্ষত। তাঁকে দ্রুত সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মালদহে রেফার করা হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পড়শিদের কথায়, আজহার আলি কারও সঙ্গে বিবাদে জড়িত ছিলেন না (Maldah)। মেলা থেকে মেলায় ঘুরে পাপড় বিক্রি করেই সংসার চালাতেন। তাঁদের সন্দেহ, দুষ্কৃতীরা হয়তো ছিনতাইয়ের চেষ্টা করেছিল। টাকা বা জিনিসপত্র কেড়ে নেওয়ার পর গুলি চালিয়ে খুন করে চম্পট দেয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার সকালে কালিয়াচক থানারই এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানার কাটাগর এলাকার একটি আমবাগান থেকে। ভোটের আগে মালদহে যে আবার দুষ্কৃতী দৌরাত্ম্য মাথাচাড়া দিয়ে উঠছে, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কিছু বছর শান্ত থাকার পর এলাকায় ফের বেড়ে উঠেছে অপরাধ। প্রশাসনের কাছে যাতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদন জানাচ্ছেন তাঁরা।













