বুধবার সকালে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং তাঁর অনুরাগীদের জন্য এলো বড় স্বস্তির খবর। দীর্ঘ কয়েকদিন ধরে যে উদ্বেগে দিন কাটছিল তাঁদের, সেই আশঙ্কা কিছুটা কাটতে শুরু করেছে। স্মৃতির (Smriti Mandhana) বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অবশেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িও ফিরে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—যে বিয়ের আয়োজন হঠাৎ থেমে গিয়েছিল, তা কবে আবার শুরু হবে?
গত রবিবার, ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই সকালেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির (Smriti Mandhana) বাবা। তড়িঘড়ি তাঁকে সাঙ্গলির হাসপাতালে ভর্তি করা হয়। আকস্মিক এই বিপর্যয়ে দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। চিকিৎসার পর তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল। তাঁর অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষায় কোনও ব্লক পাওয়া যায়নি। অর্থাৎ, বড় কোনও বিপদের আশঙ্কা নেই।
কিন্তু বিপত্তি এখানেই শেষ হয়নি। বাবার অসুস্থতার খবর পাওয়ার পর স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলও মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন (Smriti Mandhana)। পরে সুস্থ হয়ে তাঁকে ছুটি দেওয়া হয়। তবে আবারও তাঁকে চিকিৎসার প্রয়োজন হয়। পলাশের মা জানিয়েছেন, স্মৃতির বাবার জন্য তিনি খুব ভেঙে পড়েছিলেন, সেই কারণেই শারীরিক অবনতি।
এই মুহূর্তে দুই পরিবারই পরিস্থিতি সামলাচ্ছে। স্মৃতির বাবা বাড়ি ফেরায় এবং পলাশও সুস্থ হওয়ার পর এখন সকলের নজর একটি দিকেই—নতুন বিয়ের তারিখ কবে ঘোষণা হবে? আনুষ্ঠানিক কিছু না জানালেও পলাশের মা ইতিমধ্যেই জানিয়েছেন যে খুব দ্রুতই বিয়ে সম্পন্ন করা হবে। তাই অনুরাগীদের আশা—আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আসতে পারে সুখবর।













