Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৪৮ ঘণ্টায় জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়! ‘সেনিয়ার’ আসছে বঙ্গোপসাগরে—বাংলায় কী হবে?
জেলা

৪৮ ঘণ্টায় জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়! ‘সেনিয়ার’ আসছে বঙ্গোপসাগরে—বাংলায় কী হবে?

cyclone
Email :6

দক্ষিণ আন্দামান সাগরে ফের শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দ্রুত ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে এসে শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ (Cyclone) নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘সেনিয়ার’। সংযুক্ত আরব আমিরশাহি এই নাম ঠিক করেছে—যার অর্থ ‘সিংহ’। অর্থাৎ নতুন এই Cyclone একেবারে নামের মতোই প্রবল তেজ নিয়ে এগোতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

আনুমানিক পূর্বাভাস বলছে, নভেম্বরের শেষেই বিশাখাপত্তনমের কাছে ল্যান্ডফল ঘটাতে পারে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (Cyclone)। তবে বাংলার জন্য আপাতত স্বস্তির খবর—এই ঘূর্ণিঝড়ের কোনও প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের উপকূলীয় অঞ্চলেও কোনও বড় বিপদের আশঙ্কা নেই।

তবে আন্দামান, দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সমুদ্র ক্রমশ উত্তাল হতে পারে। ফলে পর্যটক, মৎস্যজীবী ও নৌযানগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। আবহাওয়া দফতর পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts