তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার বিশাল ভার্চুয়াল বৈঠকে দলের প্রায় ২৪ হাজার নেতা-জনপ্রতিনিধিকে সরাসরি বার্তা দিলেন—রাজ্যের সঙ্গে কথা না বলেই চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া, আর এই কাজ সম্পূর্ণ পরিকল্পনাহীন। তাঁর (Abhishek Banerjee) দাবি, এই এসআইআর প্রক্রিয়া বাংলার স্বার্থের বিরোধী এবং এর জেরে অকারণে বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। অভিষেকের (Abhishek Banerjee) কথায়, বিজেপির “দম্ভ”–এর কারণেই ৩৫ জনের নাম বাদ পড়েছে। মতুয়াগড়ে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি জানান, এই পরিস্থিতির বিরুদ্ধে তৃণমূলকে আরও সংগঠিতভাবে লড়াই করতে হবে।
বৈঠক শুরুতেই বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন তৃণমূলের সঙ্গে অসহযোগিতা করছে। তিনি বলেন, তৃণমূল ১০০ শতাংশ বুথে বিএলএ-র নাম জমা দিলেও কমিশন দাবি করছে মাত্র ৬৫ শতাংশ বুথে নাম দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, কোনও বিএলএ বা কর্মী উদ্ধত আচরণ করলে চলবে না, কারণ তৃণমূলকে মানুষের পাশে দাঁড়ানোর দল হিসেবেই নিজেকে প্রমাণ করতে হবে। ওয়ার রুম তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি তা সক্রিয়ভাবে কাজে লাগানোর নির্দেশ দেন।
অভিষেক এদিন ফের স্পষ্ট করে জানান, এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীনভাবে করা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কথা না বলেই এত বড় কাজ করা হচ্ছে—এটাই নাকি সবথেকে বড় সমস্যা। তাঁর কথায়, এসআইআর প্রমাণ করে দিচ্ছে এই প্রক্রিয়া বাংলার বিপক্ষে কাজ করছে। জেলা নেতাদের কাজে নজর রেখে তিনি প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার বার্তা দেন।
এদিকে মঙ্গলবার আবার পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বনগাঁয় বিশাল মিছিল এবং সভায় যোগ দেবেন তিনি। এর আগে মমতা ও অভিষেক দু’জনেই একসঙ্গে পথে নেমে এসআইআর বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ফের বড় আন্দোলনের ইঙ্গিত মিলছে।










