Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • চামড়া কারখানায় দাউদাউ আগুন! একাধিক দমকলের লড়াই, বানতলায় ধ্বংসস্তূপ
রাজ্য

চামড়া কারখানায় দাউদাউ আগুন! একাধিক দমকলের লড়াই, বানতলায় ধ্বংসস্তূপ

fire12
Email :10

ফের অগ্নিকাণ্ডে তটস্থ দক্ষিণবঙ্গ। শনিবার দুপুরে বানতলার চর্মনগরীর ৯ নম্বর জোনের ৬৫ নম্বর প্লটের একটি চামড়ার কারখানা মুহূর্তে আগুনে ঘিরে যায় (Fire Breaks Out)। প্রথমে একটি ঘর থেকেই আগুনের শিখা দেখা যায়। সেই ঘরেই প্রচুর চামড়ার জিনিস, মজুত থাকা দাহ্য উপকরণ ছিল বলে জানা গেছে। অভিযোগ, তাই সামান্য আগুনও চোখের পলকে ভয়াবহ আকার নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শ্রমিকরা চিৎকার করতে করতে বাইরে বের হতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে যান (Fire Breaks Out)। বেশ কয়েকজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের তাড়াতাড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন (Fire Breaks Out)। আগুনের তীব্রতা সামাল দিতে শুরু থেকেই যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়। দমকল সূত্রের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তার সরকারি ব্যাখ্যা এখনও নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। চর্মনগরীর ব্যস্ত এলাকায় হঠাৎ ভয়াবহ আগুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই সপ্তাহেই বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের একটি কারখানায় বিশাল অগ্নিকাণ্ড ঘটেছিল (Fire Breaks Out)। সেখানে প্লাস্টিক ও রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুহূর্তে। দমকলের অনুমান, সেখানেও শর্ট সার্কিটই কারণ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বানতলার কারখানায় ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জেলায়। শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নিরাপত্তা মানা সংক্রান্ত প্রশ্নও নতুন করে উঠে আসছে (Fire Breaks Out)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts