স্বরূপনগর সীমান্তে আজও একই দৃশ্য—পরিবার নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা অনুপ্রবেশকারীরা (Amit Shah), যারা অপেক্ষা করছেন কখন সীমান্তপারের দরজা খুলবে। উত্তপ্ত এই পরিস্থিতিতেই ফের সরাসরি বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তা ও গণতন্ত্রকে স্বচ্ছ করতে অনুপ্রবেশ রোখার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নাকি কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধিতা করছে (Amit Shah)।
অমিত শাহ (Amit Shah) বলেন, “অনুপ্রবেশ রোখা শুধু সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়। দুর্নীতি-দূষণমুক্ত গণতন্ত্র গড়তে হলে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতেই হবে। দুঃখজনক যে কয়েকটি রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হঠাও–এর বিরোধিতা করছে। এমনকি ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য SIR প্রক্রিয়ারও বিরোধিতা করছে তারা।”
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কেন্দ্র অনুপ্রবেশের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে, তা কোনো ভাবেই বদলানো হবে না। “আমরা প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করব এবং দেশ থেকে তাড়াবই,” দৃঢ় কণ্ঠে জানালেন অমিত শাহ।
এদিকে সীমান্তে সারাদিন ধরে আটকে থাকা মানুষদের উদ্বেগ বাড়ছে। পরিবার, শিশুসহ বহু মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সীমান্তের বেড়ার ধারে। এই অস্থির আবহেই রাজনৈতিক অভিযোগ–পাল্টা অভিযোগও আরও ঘনীভূত হচ্ছে।












