Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • দুই পক্ষ একই দাবিতে রাস্তায়! নবাগত বনাম চাকরিহারা—রাজ্য জুড়ে উত্তেজনা
রাজ্য

দুই পক্ষ একই দাবিতে রাস্তায়! নবাগত বনাম চাকরিহারা—রাজ্য জুড়ে উত্তেজনা

ssc protests
Email :3

একদিকে যখন একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন চলছে, ঠিক সেই সময়ই নতুন করে রাস্তায় নেমে পড়েছেন নবাগত চাকরিপ্রার্থী এবং বহু দিন ধরে লড়াই করে যাওয়া যোগ্য চাকরিহারারা (SSC Protest)। সোমবারের উত্তপ্ত পরিবেশের পর মঙ্গলবার ফের করুণাময়ী চত্বরে একই ছবি—উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভে ফেটে পড়া যুবসমাজ। দুই পক্ষেরই দাবি একই—শূন্যপদ বাড়াতে হবে, নইলে ন্যায়বিচার মিলবে না।

আজ ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে প্রায় ৭০০ প্রার্থীকে। কিন্তু ‘কাট অফ’-এর চাপ এবার কার্যত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে নবাগতদের (SSC Protest)। অভিযোগ উঠছে, পূর্ণ ৬০ নম্বর পেয়েও চাকরি পাননি বহু প্রার্থী। মোট ২০ হাজারের কিছু বেশি প্রার্থী ডাকা হলেও, অভিজ্ঞতার ভিত্তিতে ইন-সার্ভিস শিক্ষকদের বাড়তি ১০ নম্বর দেওয়ার নিয়মে নতুনরা আরও পিছিয়ে যাচ্ছেন। ‘কাট অফ’ ৭০ শতাংশের ওপরে উঠতেই বহু নবাগত প্রার্থী দিশেহারা। তাঁদের বক্তব্য, সমান নম্বরে সমান অধিকার না দিলে নিয়োগ প্রক্রিয়া অন্যায্য থেকে যাবে। তাই তাঁরা রাস্তায় নেমেছেন শূন্যপদ বাড়ানোর দাবিতে এবং ‘অতিরিক্ত ১০ নম্বর’-এর বিরূদ্ধে (SSC Protest)।

একই দাবি তুলছেন যোগ্য চাকরিহারারাও। তাঁরা বলছেন, নিয়োগ দুর্নীতির জেরে যাঁরা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাঁদের পুনর্বহালের সুযোগ তৈরি করতে হলে শূন্যপদ বাড়ানো ছাড়া অন্য পথ নেই। কিন্তু এই পথও কম বিপদসংকুল নয়। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিকভাবে শূন্যপদ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিষয়টি এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে এবং আইনি পরামর্শ নেওয়া জরুরি।

বিপরীতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এভাবে শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি (SSC Protest)। তাঁর কথায়, “এখন যদি বলেন শূন্যপদ বাড়াব, তা হলে তো আবার আরেক নতুন জটিলতা তৈরি হবে। এটা একেবারেই আইনের পরিপন্থী।” এর জবাবে শিক্ষামন্ত্রীর পাল্টা বক্তব্য, “মামলা করুন, মামলার ফল দেখে নিন। মামলা আমরা স্বাগত জানাই।”

এই টানা আইনি টানাপোড়েন, রাস্তায় বিক্ষোভ, প্রতিদিন নতুন নতুন নির্দেশ—সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে (SSC Protest)। মামলা হলে শিকেয় উঠতে পারে পুরো ভেরিফিকেশন, বহু হাজার প্রার্থীর ভবিষ্যৎ আবারও ঝুলে যেতে পারে বিশ বাঁও জলে। আর সেই আতঙ্কেই বাড়ছে চাপ, বাড়ছে ক্ষোভ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে করুণাময়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts