Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “আইনের উপরে কেউ নয়”—হাসিনার মৃত্যুদণ্ডে বিস্ফোরক মন্তব্য ইউনূসের
বিদেশ

“আইনের উপরে কেউ নয়”—হাসিনার মৃত্যুদণ্ডে বিস্ফোরক মন্তব্য ইউনূসের

muhammas yunus
Email :7

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায় ঘোষণার পরই নড়েচড়ে বসেছে গোটা দেশ (Muhammad Yunus)। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা করেছেন বিচারপতিরা (Muhammad Yunus)। এই ঐতিহাসিক রায়কে সরাসরি সমর্থন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর কথায়, এই রায় প্রমাণ করে দিয়েছে—ক্ষমতা যাই হোক, আইনের উপরে কেউ নয়।

ট্রাইবুন্যাল এই রায় দিয়েছে অনুপস্থিত অবস্থায়। কারণ বিচারাধীন দুই অভিযুক্তই তখন দেশে নেই (Muhammad Yunus)। গত বছরের ছাত্র-তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগেই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই সময়ের নৃশংস দমনপীড়নে দেশজুড়ে রক্তপাত হয়। জাতিসংঘের হিসাব বলছে, জুলাই-আগস্ট ২০২৪–এর সেই উত্তাল দু’মাসে প্রায় ১,৪০০ মানুষের প্রাণ গিয়েছিল (Muhammad Yunus)।

৭৮ বছরের শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন। প্রবল বিক্ষোভ, জনরোষ এবং আন্দোলনের জেরে ভেঙে পড়ে তাঁর ১৬ বছরের শাসনকাল। সেই রাতেই তিনি ভারতের দিকে পাড়ি দেন। এরপর আদালত তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে। একই অবস্থা তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী কমলকে নিয়েও। দু’জনেরই অবস্থান ভারতেই বলে দাবি ঢাকার।

রায় বেরোনোর পর ইউনূস বলেন, “বাংলাদেশের আদালত আজ স্পষ্ট বার্তা দিয়েছে। আইনের কাছে সবাই সমান, যার যত ক্ষমতাই থাকুক না কেন। আমাদের দেশ যে দীর্ঘ অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, সেই ক্ষত সারাতে এই রায় খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, আদালতের সামনে যেসব প্রমাণ হাজির হয়েছে, সেগুলোর মধ্যে ছিল হেলিকপ্টার থেকে নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি চালানোর মতো ভয়াবহ তথ্যও।

অন্যদিকে নির্বাসন থেকে প্রতিক্রিয়া জানিয়ে শেখ হাসিনা এই রায়কে ফের ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘রাজনৈতিক ষড়যন্ত্র’-এর ফল বলে দাবি করেছেন। তাঁর কথায়, ক্ষমতাহীন একটি প্রশাসন তাঁকে টার্গেট করে, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই একটি ভুয়ো ট্রাইবুন্যাল দিয়ে সাজানো রায় ঘোষণা করছে। সেই রায়কে তিনি মানবেন না বলেই জানিয়েছেন।

কিন্তু দেশে এখন যেভাবে পরিবর্তনের হাওয়া বইছে, তাতে রায় ঘোষণার পর বাংলাদেশের রাজনীতি আরও তপ্ত হয়ে উঠেছে। একদল মনে করছে, এ রায় দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। অন্যদলের দাবি, এটি রাজনৈতিক প্রতিশোধের নিখুঁত উদাহরণ। আর এই দুই চরম অবস্থানের মাঝখানেই দাঁড়িয়ে বাংলাদেশ আবার ভবিষ্যতের পথ খুঁজছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts