ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের দ্বিতীয় দিনে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠলেন ভারতের অধিনায়ক শুভমান গিল (Subhaman Gill)। ঘাড়ে তীব্র ব্যথার জেরে মাত্র তিন বল খেলেই হঠাৎ মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। দিনের খেলা শেষে পরিস্থিতি আরও গুরুতর হলে ইডেন গার্ডেন্স থেকে সরাসরি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে (Subhaman Gill)। মাঠের একেবারে পাশে অ্যাম্বুল্যান্স ঢোকানো হয়—তাতে স্পষ্ট, পরিস্থিতি নিয়ে দলের টেনশন কম নয়।
দিনের শুরুতে ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল বেশ ধৈর্যের সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন (Subhaman Gill)। কিন্তু সুন্দর আউট হওয়ার পরই ভারত আশা করেছিল অধিনায়ক গিল ইনিংস সামলাবেন। দুর্দান্ত ফর্মে থাকা গিল নেমেই ঝকঝকে বাউন্ডারি মারেন। কিন্তু তার পরেই আচমকা ঘাড়ের কাছে তীব্র ব্যথা টের পান। কয়েক মুহূর্ত দাঁড়িয়েও থাকতে পারেননি (Subhaman Gill)। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
দলীয় সূত্রে জানা গেছে, গিল সকাল থেকেই ব্যথায় ভুগছিলেন। ফিজিওরা চেষ্টা করেও ব্যথা কমাতে পারেননি। বিসিসিআই এক্স হ্যান্ডলে জানায়, ‘‘শুভমান গিলের ঘাড়ে ব্যথা রয়েছে। মেডিক্যাল টিম তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। আজ তিনি খেলবেন কি না, তা সিদ্ধান্ত হবে চোটের পরিস্থিতি দেখেই।’’
শেষ পর্যন্ত আর ব্যাটিংয়ে নামতেই পারেননি গিল। ফলে ভারত কার্যত একজন ব্যাটার কম নিয়ে ১৮৯ রানে অলআউট হয়। পিচে অসমান বাউন্স ও টার্ন থাকায় পরিস্থিতি আরও কঠিন। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ৬৩ রানে এগিয়ে।
তৃতীয় দিনে ভারতের প্রতিরোধে অধিনায়ক গিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেন। হাসপাতালে তাঁর ঘাড়ের চোটের স্ক্যান রিপোর্টের ওপরই এখন নির্ভর করছে ভারতীয় দলের লড়াই।













