Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা—সুইডেনে মৃত্যু, তদন্তে নয়া মোড়?
বিদেশ

বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা—সুইডেনে মৃত্যু, তদন্তে নয়া মোড়?

stockhome bus accident
Email :5

স্টকহোমের (Stockhome) ব্যস্ত রাস্তায় আচমকা ভয়াবহ দুর্ঘটনা। সুইডেনের রাজধানীর কেন্দ্রে একটি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে একটি বাসস্টপে। এতে কয়েক জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ (Stockhome)। তবে এই ঘটনায় কোনও সন্ত্রাস-হামলার আশঙ্কা নেই বলেই এখন পর্যন্ত ধারণা তদন্তকারীদের।

দুর্ঘটনার সময়ে বাসটিতে কোনও যাত্রী ছিল না। স্টকহোম (Stockhome) রেসকিউ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, মোট ছ’জন হতাহত হয়েছেন, তবে ঠিক কত জন মারা গিয়েছেন বা কত জন আহত—তা এখনও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। পুলিস জানিয়েছে, ঘটনাটি আপাতত ‘অবহেলাজনিত হত্যার মামলা’ হিসেবে তদন্ত করা হচ্ছে। নিয়ম মেনে বাসচালককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে কোনও হামলার ক্লু পাওয়া যায়নি। নিহত বা আহতদের বয়স, পরিচয় বা লিংগ—সবই আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে ছুটে যায় পুলিশ, দমকল ও অ্যাম্বুল্যান্স। উদ্ধারকাজ চলছে পুরো শক্তিতে। স্থানীয় সংবাদমাধ্যম আফটনব্লাডেট একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে নীল রঙের ডাবল-ডেকার বাসটির চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ, জরুরি পরিষেবার সদস্যরা ব্যস্ত উদ্ধারকাজে। ঘটনাটি ঘটেছে রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছে—যা সাধারণত ছাত্র-ছাত্রীতে ভরা একটি এলাকা।

ঘটনার জেরে মর্মাহত সুইডেনের প্রধানমন্ত্রী উল্‌ফ ক্রিস্টেরসন এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এখনও আমরা জানি না ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমার ভাবনা এখন সবচেয়ে বেশি আক্রান্ত মানুষদের এবং তাঁদের পরিবারের সঙ্গে।” তদন্ত চলছে, কীভাবে শান্ত শহরে হঠাৎ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল—তার উত্তর খুঁজছে সুইডেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts