Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিহারের নির্বাচনে হেরে গিয়েও জিতে গেল লালুর দল… কিন্তু কীভাবে
দেশ

বিহারের নির্বাচনে হেরে গিয়েও জিতে গেল লালুর দল… কিন্তু কীভাবে

bihar election result
Email :19

বিহারের মগধভূমে যেন ঢেউ উঠেছে নীতীশ-মোদী জুটির জয়ের (Bihar Election result)। বিকেল গড়াতেই স্পষ্ট—এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ দাপট দেখিয়ে এগোচ্ছে একচ্ছত্র আধিপত্যের দিকে। ২৪৩টি আসনের মধ্যে ২০৭টিতে এগিয়ে থেকে তারা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্ষমতার ঘরে ফেরা। গেরুয়া শিবিরের বার্তা স্পষ্ট—বিহারের পর এবার নজর বাংলায়। তবু সংখ্যার খেলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে দেখিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা (Bihar Election result)। আসন কম পেলেও ভোটের হিসাবে এগিয়ে রয়েছে আরজেডি।

এনডিটিভির পরিসংখ্যান বলছে, ১৪৩টি আসনে প্রার্থী দিয়েই আরজেডি পেয়েছে মোট ভোটের ২২ শতাংশ। বিজেপি যদিও এগিয়েছে আসনে, কিন্তু তাদের ভোট শতাংশ ২০.৯৮। বিশেষজ্ঞদের মতে, বিজেপি মাত্র ১০১টি আসনে লড়েছে, তাই মোট ভোটের অঙ্ক তুলনায় কিছুটা কম লাগছে—এটাই স্বাভাবিক (Bihar Election result)। এর মধ্যে নীতীশ কুমারের জেডিইউও একই সংখ্যক আসনে লড়ে পেয়েছে ১৮.৮৭ শতাংশ ভোট। এদিকে কংগ্রেসের অবস্থা আরও খারাপ। তাদের ঝুলিতে মাত্র ৮.৩৪ শতাংশ ভোট।

সবচেয়ে চিন্তার বিষয় বামেদের ফল। তিন পার্টি মিলিয়েই চূড়ান্ত দুরবস্থা। সিপিআই পেয়েছে ০.৬৫ শতাংশ, সিপিআইএম ০.৫৬ শতাংশ এবং সিপিআইএমএল লিবারেশন তুলনামূলকভাবে কিছুটা ভাল অবস্থায় থেকে পেয়েছে ৩.১৪ শতাংশ ভোট। পাশাপাশি ১.৮২ শতাংশ ভোট নোটা বা বাতিলের ঘরে চলে গিয়েছে (Bihar Election result)।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এই ফলাফল শুধু বিহারের নয়—সমগ্র দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশ করছে। নীতীশ-মোদী জুটি শুধু ক্ষমতায় ফেরেননি, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। বিপরীতে বিরোধী জোটের অবস্থা যেন লাইফ সাপোর্টে (Bihar Election result)। অন্যান্য রাজ্যগুলির মতোই বিহারেও কংগ্রেস এখন অস্তিত্ব সংকটে। প্রশ্ন উঠছে—এই ধস কি কেবল বিহারের, নাকি আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের রাজনীতি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts