Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ২০১৯-এ মেডিক্যাল কলেজ, ২০২৫-এ জঙ্গি কেন্দ্র— আল-ফালাহর ‘রূপান্তর’-এর নেপথ্য কাহিনি
দেশ

২০১৯-এ মেডিক্যাল কলেজ, ২০২৫-এ জঙ্গি কেন্দ্র— আল-ফালাহর ‘রূপান্তর’-এর নেপথ্য কাহিনি

al falah director
Email :5

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ কেবল প্রাণ কাড়েনি ১২ জনের, তা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা (Delhi Blast)। এই ঘটনার সূত্রে উঠে এসেছে এক নাম— জওয়াদ আহমদ সিদ্দিকি (Jawad Ahmad Siddiqui)। যিনি ‘আল-ফালাহ বিশ্ববিদ্যালয়’-এর প্রতিষ্ঠাতা, এবং যাঁর জীবনের অন্ধকার অধ্যায় এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

‘আল-ফালাহ’— আরবি শব্দ, যার অর্থ সাফল্য ও সমৃদ্ধি (Delhi Blast)। কিন্তু আজ সেই নাম জড়িয়ে গেছে জঙ্গি ষড়যন্ত্র ও রক্তের গন্ধে। ছয় বছর আগে, ২০১৯ সালে, ফারিদাবাদে শুরু হয়েছিল আল-ফালাহ মেডিক্যাল কলেজ। সেই কলেজই আজ তদন্তের মুখে, কারণ এখানকার দুই ডাক্তার— ডঃ উমর নবি ও ডঃ মুজাম্মিল শাকিল— ছিলেন জইশ-ই-মহম্মদ জঙ্গি মডিউলের অং (Delhi Blast)শ।

জওয়াদ সিদ্দিকি, একসময় জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রাক্তন অধ্যাপক, পরে ব্যবসায় হাত দিয়ে গড়ে তুলেছিলেন একাধিক কোম্পানি (Delhi Blast)। কিন্তু ২০০০ সালে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগ ছিল, তিনি বিনিয়োগকারীদের জাল স্বাক্ষরে ঠকিয়ে কোটি টাকা হাতিয়েছিলেন। তিন বছরের জন্য ঠাঁই হয়েছিল তিহার জেলে।

২০০৫ সালে জামিন পেলেও, তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য তখনও প্রশ্নের মুখে। কিন্তু তবু তিনি গড়ে তোলেন আল-ফালাহ বিশ্ববিদ্যালয়— যা পরবর্তীকালে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পায়। অভিযোগ, পরবর্তীকালে ওই প্রতিষ্ঠানে কাশ্মীর থেকে একাধিক শিক্ষক ও ছাত্র ভর্তি করানো হয়েছিল, যাদের মধ্যে কয়েকজনের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল (Delhi Blast)।

তদন্তকারীরা জানিয়েছেন, ডঃ শাহিন সাঈদ, যিনি বর্তমানে এনআইএর হেফাজতে, কলেজে ধর্মীয় প্রচার চালাতেন, সহকর্মীদের ‘আরও ধার্মিক’ হতে বলতেন। কর্তৃপক্ষ এই আচরণ জেনেও ব্যবস্থা নেয়নি। করোনার সময়ও বিতর্কে ছিল এই প্রতিষ্ঠান— নার্সরা বীমা চাইলে বরখাস্ত হন, আর মেডিক্যাল ইন্টার্নরা স্টাইপেন্ড না পেয়ে আন্দোলনে নামেন। সব মিলিয়ে অন্ধকার অধ্যায় যেন ঘিরে ধরেছে জওয়াদের সাম্রাজ্য।

তাঁর জন্মদিন ১৫ নভেম্বর। কিন্তু এবার কেক নয়, এনআইএ-র নোটিশই তাঁর জন্য অপেক্ষা করছে। ফারিদাবাদ থেকে কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে থাকা এই ‘সাদা কলারের’ জেহাদি চক্র এখন তদন্তের কেন্দ্রে।
জওয়াদ আহমদ সিদ্দিকির ‘আল-ফালাহ’— যে নামের অর্থ সমৃদ্ধি— এখন যেন এক বিষাক্ত প্রতীকে পরিণত হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts