Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • পার্থর মুখে “অর্পিতা আমার বান্ধবী”— বৈশাখীর তোপ, “এলআইসি-তে ভাগ্নী, এখন বান্ধবী!”
রাজ্য

পার্থর মুখে “অর্পিতা আমার বান্ধবী”— বৈশাখীর তোপ, “এলআইসি-তে ভাগ্নী, এখন বান্ধবী!”

baishakhi banerjee
Email :3

আবারও চর্চার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। এই সম্পর্ক নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই গুঞ্জন (Baishakhi Banerjee)। একসময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ নিজেই অর্পিতাকে ‘ঘনিষ্ঠ বান্ধবী’ বলে স্বীকার করেছিলেন। শান্তিনিকেতনে তাঁদের দু’জনের নামের আদ্যাক্ষর মিলিয়ে তৈরি করেছিলেন একটি বাংলো— নাম ‘অপা’। সেই নাম ঘিরেও তুমুল চর্চা (Baishakhi Banerjee)। এবার ফের আলোচনায় পার্থর এক মন্তব্য— “যাঁর বৌ আছে, তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই, একটা বান্ধবী থাকতে পারব না?”

এই মন্তব্যের পর ফের তীব্র প্রতিক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যে যেন আরও উসকে উঠেছে বিতর্ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অর্পিতা আমার বান্ধবী, এতে সমস্যাটা কোথায়? শোভন-বৈশাখীকে যদি দেখাতে পারেন, তাহলে আমাকে কেন নয়?”

এরপরই জবাব আসে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) কাছ থেকে। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “উনি জেল থেকে বেরিয়ে এসে নিজেকে সৎ বলছেন, এটা হাস্যকর। অর্পিতাকে একসময় এলআইসি-র নথিতে ভাগ্নী বলে উল্লেখ করেছিলেন। এখন সেই ভাগ্নীকেই বান্ধবী বলছেন— দারুণ লাগছে শুনে।” বৈশাখী আ(Baishakhi Banerjee) রও তীব্র ভাষায় বলেন, “যখন তাঁর স্ত্রী বেঁচে ছিলেন, তখনই ‘অপা’ বা ‘ইচ্ছেডানা’ তৈরি হয়। তখন ভয় পেয়ে হয়তো মামা-ভাগ্নীর সম্পর্ক বলে চালিয়েছিলেন। এখন খোলস ছেড়ে বেরিয়ে আসছেন।”

পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে ফের রাজ্যে গুঞ্জন। কেউ বলছেন, “এটা ব্যক্তিগত ব্যাপার”, আবার কেউ বলছেন, “এই সম্পর্কই কোটি কোটি টাকার দুর্নীতির শিকড়।” অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার পর থেকেই পার্থর রাজনৈতিক জীবন কার্যত থমকে গিয়েছে। এখন তাঁর এই “বান্ধবী” মন্তব্যে ফের উস্কে উঠেছে পুরনো বিতর্ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্থর মন্তব্যে একদিকে ব্যক্তিগত জীবনের জটিলতা যেমন ফুটে উঠেছে, অন্যদিকে তাঁর অতীতের কেলেঙ্কারিও নতুন করে মানুষের স্মৃতিতে ফিরে এসেছে। বৈশাখীর জবাবে বিষয়টি আরও ‘স্পাইসি’ মোড় নিয়েছে— যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts