কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী ( Bula Chowdhury)। বুধবার, দক্ষিণ ২৪ পরগনার কসবায় বুলা চৌধুরীর বাড়িতে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ( Bula Chowdhury)।
বুলা চৌধুরীর ( Bula Chowdhury) সাঁতারের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে সুকান্ত বলেন, “ওঁর অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। আমরা যখনই সুযোগ পাব, তাঁর অভিজ্ঞতা কাজে লাগাব। তাই মানুষের কাছে আবেদন, আমাদের সুযোগটা দিন।” সূত্রের খবর, এদিন সুকান্ত বুলাকে রাজনীতির ময়দানে ফেরার আভাস দিয়েছেন কি না, সেই নিয়েই জল্পনা উসকে উঠেছে।
ভারতের সাঁতারে একসময় উজ্জ্বল নক্ষত্র বুলা চৌধুরী ( Bula Chowdhury)। ২০০৬ সালে পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং পাঁচ বছর বিধায়কও ছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতির মঞ্চে তাঁকে দেখা যায়নি।
এদিন বুলা বলেন, “আমি অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে সাঁতার কাটিনি। আমার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। নাহলে আমার এতগুলো পুরস্কার জয় বৃথা বলে মনে করি।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলা বলেন, “জলই আমার জীবন। জল ছাড়া কেউ বাঁচবেনও না। রাজনৈতিক সিদ্ধান্ত আগামিদিন বলবে। তবে খেলাধূলার জন্য আমি আছি।”
এছাড়া বুলা চৌধুরীর সুইমিং অ্যাকাডেমি খোলার স্বপ্ন রয়েছে। সুকান্ত অভিযোগ করেন, রাজ্যের শাসকদল সেই সুযোগ দেওয়ায় বাধা দিচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ডিসেম্বর মাসে সাক্ষাতের ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত।
এই সূত্র ধরে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, বুলা চৌধুরীর রাজনৈতিক ‘দ্বিতীয় ইনিংস’ও হতে পারে কাছাকাছি।













