বলিউডের ‘হি-ম্যান’ বলে পরিচিত ধর্মেন্দ্রকে (Dharmendra) ঘিরে গত কয়েকদিন ধরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল। শ্বাসকষ্টের সমস্যায় গত ৩১ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৯ বছরের এই বর্ষীয়ান অভিনেতাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার নিয়ে ক্রমাগত গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছিলেন, ধর্মেন্দ্র আর নেই— এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে একাধিক পোর্টালে। ফলে উদ্বেগ আরও বেড়ে যায় বলিউড মহলে।
বুধবার সকালেই অবশেষে এলো স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্রকে (Dharmendra) ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন থেকে বাড়িতেই চলবে তাঁর চিকিৎসা। চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছেন, “ধর্মেন্দ্রজির অবস্থার উন্নতি হয়েছে। পরিবারের অনুরোধে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে।”
ধর্মেন্দ্রর (Dharmendra) পরিবারও জানিয়েছে, অভিনেতার শরীর অনেকটা ভালো আছে। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে থাকবেন তিনি। তাঁর কন্যা এষা দেওল ইনস্টাগ্রামে লেখেন, “আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। অনুরোধ করছি, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।”
অভিনেতার স্ত্রী হেমা মালিনীও ক্ষোভ উগরে দিয়েছেন ভুয়ো মৃত্যুর গুজব রটনাকারীদের উদ্দেশে। তাঁর কথায়, “অবিবেচকভাবে এমন খবর ছড়ানো মানে পরিবারকে কষ্ট দেওয়া। ধর্মেন্দ্র সুস্থ আছেন, সকলকে অনুরোধ করছি ওঁর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করুন।” ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের টিমও একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “চিন্তার কিছু নেই। তিনি এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসা চলছে বাড়িতেই।”
অন্যদিকে বলিউডে এই খবর ছড়াতেই একপ্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় এখন ভেসে যাচ্ছে “গেট ওয়েল সুন হি-ম্যান” বার্তায়। এই ঘটনাকে ঘিরে ফের একবার উঠে এসেছে প্রশ্ন— ভুয়ো খবর রটানোর প্রবণতা কতটা ভয়ানক হতে পারে! পরিবারের সদস্যরা জানিয়েছেন, এমন অযাচিত খবর ভবিষ্যতে রটানো হলে তাঁরা আইনি পদক্ষেপ নিতে পারেন।
বলিউডের সবচেয়ে প্রিয় নায়ক ধর্মেন্দ্র, যাঁর বয়স এখন ৮৯, এখনও তাঁর হাসি ও দৃঢ়তার জাদুতে ভরসা জোগান লক্ষ লক্ষ ভক্তকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরটি তাই শুধু স্বস্তিই নয়, যেন উৎসবের আনন্দও এনে দিয়েছে ভক্তদের মনে।








