Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, ঘণ্টা কয়েকের মধ্যেই দিল্লি কাঁপানো হামলা! সংযোগ কি কাকতালীয়?
দেশ

ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, ঘণ্টা কয়েকের মধ্যেই দিল্লি কাঁপানো হামলা! সংযোগ কি কাকতালীয়?

delhi car blast
Email :27

দিল্লির বুকে ফের রক্তাক্ত হামলা (Delhi Blast)! সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। ঘটনায় এখনও পর্যন্ত নিহত অন্তত ১০ জন, আহত বহু। বিস্ফোরণের ধাক্কায় কেঁপে ওঠে গোটা রেড ফোর্ট চত্বর। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা (Delhi Blast)। রক্তে ভেসে যায় রাস্তা, চারদিকে ছড়িয়ে পড়ে দেহাংশ। আতঙ্কে থরথর করে কাঁপছে দিল্লিবাসী।

দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত গাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে (Delhi Blast)। বিস্ফোরণের সময় গাড়িটি সিগন্যাল লাল দেখে দাঁড়িয়েছিল। তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তে আগুন ধরে যায় যানটিতে। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে (Delhi Blast)। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন, “গাড়ির জানালা উড়ে গিয়েছিল, চারদিকে ছিটকে পড়েছিল মাংসপিণ্ড।”

এই বিস্ফোরণ আত্মঘাতী হামলা কিনা, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে (Delhi Blast)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই গাড়ির নম্বর হরিয়ানার। কয়েক ঘণ্টা আগেই হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরেই দিল্লি পুলিশ এখন হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর জঙ্গি মডিউল সক্রিয় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ ও এনএসজি। সিআরপিএফের ডিআইজিও ঘটনাস্থলে উপস্থিত। ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।

দিল্লি পুলিশের কমিশনার জানিয়েছেন, “বিস্ফোরণের ধরন দেখে প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গাড়িটি নিয়ন্ত্রণাধীন ছিল না। বিস্ফোরণটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে টানা আলোচনা চলছে। শাহ ইতিমধ্যেই আইবি প্রধান তপন দেকা ও দিল্লি পুলিশের কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। তিনি বলেছেন, “কোনও সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে না। তদন্তে যুক্ত হয়েছে দেশের সেরা সংস্থাগুলি।”

বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকতে পারে পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন— এমন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ধরন অনেকটা সেই ২০২১ সালের কাশ্মীরের গাড়ি বোমা বিস্ফোরণের মতো।

বিস্ফোরণের পর থেকেই গোটা দিল্লিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। মেট্রো স্টেশন, বিমানবন্দর, বাজার— সর্বত্র চলছে কঠোর নজরদারি। শহরের প্রতিটি প্রবেশপথে বাড়ানো হয়েছে নাকা চেকিং। দিল্লির স্পেশাল সেল ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বারুদের নমুনা, ধাতব টুকরো ও গাড়ির অংশ সংগ্রহ করেছে।

ঘটনার পর প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন— এত কড়া নিরাপত্তা সত্ত্বেও লালকেল্লার মতো সংবেদনশীল এলাকায় কীভাবে ঘটল এই ভয়াবহ বিস্ফোরণ? সরকার ব্যর্থ কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

দিল্লির মানুষ এখন একটাই উত্তর খুঁজছেন— “এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি দেশবিরোধী শক্তির নতুন বার্তা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts