রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসছে বড়সড় রদবদল। ২৩,১৪৫ জন প্রাথমিক শিক্ষকের বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর (West Bengal Primary Teacher Transfer)। সূত্রের খবর, বর্তমানে রাজ্যের ৪৯ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২,২০০-রও বেশি স্কুল সম্পূর্ণ শিক্ষকশূন্য, কোথাও একজন শিক্ষক একাই সামলাচ্ছেন পাঁচটি ক্লাস ও মিড ডে মিলের দায়িত্ব।
এই অবস্থায় শিক্ষক ঘাটতি মেটাতে উদ্যোগী হয়েছে সরকার। শিক্ষা দফতরের সূত্রে জানা গিয়েছে, যেসব স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন (West Bengal Primary Teacher Transfer), সেখান থেকে তাঁদের নিজের জেলার মধ্যেই অন্য স্কুলে বদলি করা হবে। অর্থাৎ বাড়ির পাশের স্কুলে নয়, তবে জেলার মধ্যেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC)-এর চেয়ারম্যানদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নির্দেশিকা (West Bengal Primary Teacher Transfer)। প্রতিটি জেলার শিক্ষা দফতরকে বলা হয়েছে, যেখানে শিক্ষক কম, সেখানে পাঠানো হবে অতিরিক্ত থাকা শিক্ষককে। একইসঙ্গে, যেসব স্কুলে পড়ুয়া নেই অথচ শিক্ষক রয়েছেন, তাঁদেরও স্থানান্তর করা হবে প্রয়োজনীয় স্কুলে।
দফতরের হিসাব বলছে, রাজ্যে প্রাথমিক স্তরে এখন ২৩,৯৬২ জন শিক্ষকের ঘাটতি। শিক্ষক বদলির এই সিদ্ধান্ত সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে বলে মনে করছে সরকার।
এই পদক্ষেপে একদিকে যেমন স্কুলগুলিতে পড়াশোনার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে, (West Bengal Primary Teacher Transfer) অন্যদিকে অনেক শিক্ষক ও অভিভাবকের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন, “নিজের জেলার মধ্যেই বদলি হলেও বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে।”
অন্যদিকে শিক্ষা দফতর সূত্রে দাবি, “এটা শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া পদক্ষেপ। রাজ্যে এমন স্কুল থাকতে পারে না যেখানে শিক্ষকই নেই।” খুব দ্রুতই বদলির তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।










