ফল ঘোষণার আগেই ঝড় উঠল চাকরিপ্রার্থীদের মধ্যে। কথা ছিল শুক্রবার রাত আটটায় প্রকাশ পাবে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Result) একাদশ-দ্বাদশ স্তরের ফলাফল। কিন্তু ঠিক সাতটার কিছু পরেই হঠাৎ ঘোষণা— রেজ়াল্ট প্রকাশিত! সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল অফিসিয়াল ওয়েবসাইট https://westbengalssc.com। কেউ লগ ইন করতে পারছেন না, কেউ আবার ফল দেখতে গিয়ে পাচ্ছেন ‘Error’ বার্তা। ফলে তীব্র ক্ষোভ চাকরিপ্রার্থীদের মধ্যে (WBSSC Result)।
কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, সার্ভারে চাপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে সাইট কাজ করছে না। খুব দ্রুত সেটি সচল করা হবে (WBSSC Result)। কমিশন জানিয়েছে, এই ওয়েবসাইটেই দেখা যাবে ফল— **https://westbengalssc.com**।
এই নিয়োগ প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ১২,৫১৪টি শূন্যপদে নিয়োগ হবে (WBSSC Result)। আবেদন করেছিলেন প্রায় ২.৪৬ লক্ষ চাকরিপ্রার্থী (WBSSC Result)। তাঁদের মধ্যে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীর সংখ্যা ৩১২০। কমিশন সূত্রে খবর, ৯৩ শতাংশ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
ফল প্রকাশের পর এখন তৈরি হবে ইন্টারভিউ তালিকা (WBSSC Result)। তার আগে হবে নথি যাচাই। প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন করে প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ মোট ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য প্রায় ৬০,০০০ প্রার্থী ডাক পাবেন পরবর্তী ধাপে। সূত্রের খবর, নবম-দশম শ্রেণির ফলও খুব শিগগিরই প্রকাশ করা হবে।
তবে এই নিয়োগও বিতর্কমুক্ত নয়। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে আটজন প্রার্থীর নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে এসএসসি, কারণ তাঁরা দাবি করেছেন তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন এবং তাঁদেরও রাজ্যের মতো অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার দাবি জানান। বৃহস্পতিবার সল্টলেকের আচার্য সদনে সেই নথি যাচাইও হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে একের পর এক নিয়োগ জটের পর এই ফল প্রকাশ কমিশনের কাছে মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। কিন্তু ফল প্রকাশের সময় বদলে যাওয়া, সাইট ক্র্যাশ, আর হাইকোর্টের মামলার জট— সব মিলিয়ে এসএসসি-র স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।








