Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ত্রিপল মাথায় দিন, কমিউনিটি কিচেনে ভাত— উত্তরবঙ্গের বাস্তব দেখতে যাচ্ছেন মমতা
জেলা

ত্রিপল মাথায় দিন, কমিউনিটি কিচেনে ভাত— উত্তরবঙ্গের বাস্তব দেখতে যাচ্ছেন মমতা

mamata banerjee
Email :3

প্রায় এক মাসের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বন্যার জেরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দার্জিলিং, মিরিক, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে— তার পরের ছবি নিজে চোখে দেখতে চলেছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আসন্ন সোমবার বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসবেন এক উচ্চ পর্যায়ের বৈঠকে। সেই বৈঠক হবে উত্তরকন্যায়, যা উত্তরবঙ্গের প্রশাসনিক কেন্দ্র। ইতিমধ্যেই নবান্নের তরফে জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দার্জিলিং ও মিরিক। বহু মানুষের প্রাণ গিয়েছে, নিখোঁজ অনেকেই। রাজ্য সরকারের তরফে শুরু হয়েছিল ত্রাণ ও পুনর্বাসনের কাজ, কিন্তু এখনও উত্তরবঙ্গ পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা (Mamata Banerjee)। বহু মানুষ আজও ত্রিপল মাথায় দিন কাটাচ্ছেন, কমিউনিটি কিচেনে মিলছে তাঁদের খাবার। ঘরবাড়ি, নথিপত্র, জীবিকার পথ— সব কিছুই হারিয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতেই আবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগের সফরে তিনি বন্যায় মৃতদের পরিবারকে চাকরির নিয়োগপত্র দিয়েছিলেন। এবার, প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেবেন আর্থিক সাহায্যও। মমতা আগেই ঘোষণা করেছিলেন, দুর্যোগে মৃতদের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে। এবার সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই নজর রাজ্য সরকারের।

উত্তরবঙ্গ সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় প্রশাসনের সঙ্গে পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। শিলিগুড়ির বৈঠক থেকে ফের কোনও বড় ঘোষণা আসে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা। বন্যার ক্ষতি পেরিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts