Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • মহিলা ভোটারদের মন পেতে নয়া চমক মোদির! বিহার জয়ের মন্ত্র কি ‘খয়রাতি রাজনীতি’?
দেশ

মহিলা ভোটারদের মন পেতে নয়া চমক মোদির! বিহার জয়ের মন্ত্র কি ‘খয়রাতি রাজনীতি’?

bihar vote a
Email :2

বিহারে শুরু হয়েছে ভোটযুদ্ধ ( Bihar Election 2025)। প্রথম দফাতেই তাপমাত্রা চড়ে গিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই দফায় ভোট হচ্ছে মোট ১২০টি আসনে, যার মধ্যে ৬১টি আসন গতবার দখল করেছিল আরজেডি নেতৃত্বাধীন মহাজোট, আর ৫৯টি ছিল এনডিএ-র দখলে। এবার সেই পুরনো ঘাঁটিগুলো পুনর্দখলের লড়াইয়ে মরিয়া বিজেপি-জেডিইউ জোট ( Bihar Election 2025)।

পাটনা, ভোজপুর, সারান ও সিওয়ানের মতো শক্ত ঘাঁটিতে এনডিএ এবার ঝুঁকছে এক নতুন কৌশলে— ‘মহিলা ভোট’। প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতিশ্রুতি, তেজস্বীর পাল্টা ইস্তেহার— সব মিলিয়ে নারী ভোটাররাই এবারের নির্বাচনে ‘কিংমেকার’ ( Bihar Election 2025)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে সূচনা করেছেন বিহারের ( Bihar Election 2025)নতুন খয়রাতি প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’। প্রকল্প অনুযায়ী, রাজ্যের ৭৫ লক্ষ মহিলা পাবেন ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা। সফলভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারলে তাঁদের দেওয়া হবে আরও ২ লক্ষ টাকা অনুদান। মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প হলেও, চালু করেন স্বয়ং প্রধানমন্ত্রী— যা নিয়ে বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র কটাক্ষ।

অন্যদিকে, নীতীশ কুমারের এনডিএ ইস্তেহারেও মহিলা ভোটারদের জন্য বিশেষ জায়গা। তাঁদের প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন প্রত্যেক মহিলা। এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানানোর ঘোষণা দিয়েছে এনডিএ।

কিন্তু এই ভোটে পিছিয়ে থাকতে নারাজ আরজেডি-ও। তেজস্বী যাদবের দাবি, “এনডিএ শুধু প্রতিশ্রুতি দেয়, আমরা কাজ করব।” আরজেডি ইস্তেহারে মহিলাদের জন্য শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিই এখন আলোচনায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ভোটে ‘খয়রাতির রাজনীতি’ই হতে পারে তুরুপের তাস। মহিলাদের হাতে নগদ সহায়তা, চাকরি ও স্বনির্ভরতার প্রতিশ্রুতি— সবই এখন ভোটের মূল মঞ্চে। তবে এনডিএ শুধু এই ফ্যাক্টরেই নয়, এবার জোর দিচ্ছে তাদের ‘পুরনো সৈনিকদের’ উপরও।

২০২০ সালে চিরাগ পাসওয়ান ও উপেন্দ্র কুশওয়াহার দল আলাদা লড়েছিল। কিন্তু এবারে দু’জনেই এনডিএ-তে ফিরে আসায়, জোটের ভিত আরও মজবুত বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

এদিকে নির্বাচন কমিশনের দাবি, প্রথম দফার ভোটে ৪৫ হাজার বুথে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর নেই। তবে ভোটের প্রথম দিন থেকেই স্পষ্ট— বিহারের রাজনীতিতে মহিলা ভোটাররাই এবার ‘গেম চেঞ্জার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts