Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এনআরসি আতঙ্কে মৃত্যু, তবু ভয় দেখানোর নির্দেশ তৃণমূল নেতার! ভিডিও ঘিরে তোলপাড়
জেলা

এনআরসি আতঙ্কে মৃত্যু, তবু ভয় দেখানোর নির্দেশ তৃণমূল নেতার! ভিডিও ঘিরে তোলপাড়

TMC Leader a
Email :8

রাজ্যে একের পর এক মৃত্যু, আতঙ্ক আর রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে নতুন করে চাঞ্চল্য তৈরি হল উত্তর ২৪ পরগনায় ( NRC Row)। এনআরসি–ডিটেনশন ক্যাম্পের ভীতি দেখিয়ে বাড়ি–বাড়ি প্রচারের নিদান দিলেন তৃণমূলের আইএনটিটিইউসি–র জেলা সভাপতি তাপস দাসগুপ্ত ( NRC Row)। ভরা মঞ্চ থেকে তিনি সরাসরি বলেন, মহিলা তৃণমূল কর্মীরা বাড়ি–বাড়ি গিয়ে বলতে থাকুন বিজেপি ভোটার লিস্ট থেকে নাম কেটে মহিলাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাঁর বক্তব্য, পুরুষরা বাড়িতে থাকে না, তাই মহিলাদের ভয় দেখালে কাজ হবে ( NRC Row)। বিএলওদের উপরও চাপ সৃষ্টি করতে বলেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

যে সময়ে এনআরসি আতঙ্কে রাজ্যে লাগাতার মৃত্যু হচ্ছে, সেখানে এমন মন্তব্য কতটা যুক্তিযুক্ত— প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল ( NRC Row)। বিরোধীরা বলছে, আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল।

বিজেপি নেতা সজল ঘোষ তীব্র সমালোচনা করে বলেন ( NRC Row), “মানুষ মরুক, ওরা নাচবে। আতঙ্ক তৈরি করাই ওদের রাজনীতি। রান্নাঘরে ঢুকে ভয় দেখানোর কথা বলছে একজন নেতা!” তাঁর বক্তব্য, বাংলাকে ভয় দেখিয়ে দখলে রাখতে চাইছে শাসকদল।

তবে বিতর্কের পর নিজের বক্তব্য ব্যাখ্যা করে তাপস দাসগুপ্ত দাবি করেন, কেন্দ্র বহু মানুষের নাম বাদ দিচ্ছে, তাই তিনি নিরপেক্ষ কাজের নির্দেশ দিয়েছেন মাত্র। তাঁর মতে, বিজেপির নীতিতেই মানুষ আতঙ্কে।

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তাল রাজনীতি। বিশেষজ্ঞদের মতে, এনআরসি–ডিটেনশন ক্যাম্প নিয়ে ভয় দেখানো কিংবা আতঙ্কের রাজনীতি দুই দিক থেকেই বিপজ্জনক। জনমানসে অস্থিরতা বাড়ালে তার রাজনৈতিক মূল্য দু’দলকেই দিতে হতে পারে— এমনই মত বিশ্লেষকদের। রাজ্যে আইনশৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক সৌজন্যের প্রশ্ন আবারও সামনে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts