জাতীয় সংহতি দিবসের মঞ্চ থেকে সুশাসনের গুরুত্ব নিয়ে কড়া বার্তা দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। সর্দার বল্লভভাই প্যাটেল স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে তাঁর বক্তব্য, “যে দেশ ভাল শাসন দিতে পারে না, সেই দেশ দীর্ঘদিন টিকে থাকতে পারে না। অতীত থেকে বর্তমান— ইতিহাসই তার সাক্ষ্য।”
ডোভালের (Ajit Doval) বক্তব্যে উঠে এল প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ একাধিক দেশে সংবিধান-বহির্ভূত পদ্ধতিতে সরকার পরিবর্তনের মূল কারণই ছিল দুর্বল প্রশাসন ও ব্যর্থ শাসন। তাই সতর্ক ভারতের নিরাপত্তা উপদেষ্টা, “শাসন ব্যর্থ হলে শুধু সরকার নয়, রাষ্ট্রের ভিত্তিও নড়ে যায়।”
তিনি (Ajit Doval) বলেন, “যে কোনও সাম্রাজ্য, গণতন্ত্র বা রাজত্ব পতনের আসল কারণ দুর্বল শাসন। ভালো শাসনই দেশকে নিরাপদ করে, লক্ষ্য পূরণের পথ দেখায়।”
সর্দার প্যাটেলের আদর্শের প্রসঙ্গ টেনে ডোভাল (Ajit Doval) বলেন, আজকের ভারত এক বড় পরিবর্তনের পথে। ভারত শুধু নীতি ও প্রশাসনের কাঠামোই বদলাচ্ছে না, বদলাচ্ছে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থানও। তাঁর ভাষায়, “এটাই ভারতের অরবিটাল শিফট— পুরনো ধারা থেকে উঠে এসে নতুন উচ্চতায় পৌঁছনোর সময়।”
ডোভালের মতে, ঠিক এই সময়েই দরকার স্পষ্ট পরিকল্পনা, দৃঢ় দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের ধার। তিনি বলেন, “পৃথিবী বদলাচ্ছে। এমন সময়ে দৃঢ় মন, পরিষ্কার লক্ষ্য আর ভয়হীনতা— এটাই সফল শাসনের আসল শক্তি। হুমকি বা বিশৃঙ্খলা আপনাকে দিকভ্রান্ত করতে পারে না। নিজেকে তৈরি করতে হবে, শক্তিশালী করতে হবে।”
সর্দার প্যাটেলের ভূমিকা উল্লেখ করে ডোভাল বলেন, “দেশের ঐক্য গড়ার জন্য প্যাটেলের ভূমিকা আজও দিশা দেখায়। তাঁর মতো দৃষ্টিভঙ্গি আজ ভারতের জন্য আরও জরুরি।”
দেশ যখন নতুন ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন ডোভালের বার্তা স্পষ্ট— সুশাসনই নিরাপত্তা, সুশাসনই শক্তি, সুশাসনই ভবিষ্যৎ।













