Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নেতাজি-পটেলকে সম্মান দেয়নি, মোদীর বারুদভরা বক্তৃতা, তোপ কংগ্রেসের দিকে
দেশ

নেতাজি-পটেলকে সম্মান দেয়নি, মোদীর বারুদভরা বক্তৃতা, তোপ কংগ্রেসের দিকে

PM Modi
Email :7

দেশজুড়ে শুক্রবার পালিত হয়েছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই পটেলের ১৫০ তম জন্মবার্ষিকীতে ভোর থেকেই সাজসজ্জায় ঝলমল করেছে কেভাদিয়ার ‘স্ট্যাচু অব ইউনিটি’। সেখানেই শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে (PM Modi) ফের উঠল রাজনীতি, ঐতিহাসিক আক্ষেপ এবং কংগ্রেসবিরোধী তীব্র সুর।

মোদীর (PM Modi) বক্তব্য, একসময় দেশের বিশাল অঞ্চল নকশালদের নিয়ন্ত্রণে ছিল। সরকারের আইন সেখানে কার্যত অকার্যকর। “ভারতীয় সংবিধান চলত না, চলত মাওবাদী শাসন”— এমনই অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রী দাবি করেন, “২০১৪ সালের আগে শতাধিক জেলা ছিল মাওবাদী কবলে। আজ তা কমে ১১। তার মধ্যে মাত্র ৩টি এলাকা সংবেদনশীল।”

প্রধানমন্ত্রীর (PM Modi) সাফ বার্তা, গত দশ বছরে দেশের নিরাপত্তা ও উন্নয়নের লড়াইয়ে কেন্দ্র এক ইঞ্চিও পিছু হটেনি। “ওদের ঘরে ঢুকে শায়েস্তা করেছি,” স্বর আরও চড়া তাঁর।

যেখানে রাষ্ট্রীয় সমন্বয়, সেখানেই সমালোচনায় কংগ্রেস। তাঁর আক্রমণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের দায়িত্ব যাঁদের হাতে ছিল, তাঁরা নাকি জাতীয় ভাবধারা ও ঐতিহ্যকে অবমাননা করেছেন। মোদীর (PM Modi) অভিযোগ, “বাবাসাহেব অম্বেদকর থেকে সর্দার পটেল, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু— কাউকে ছাড়েনি কংগ্রেস।”

এদিনই আরএসএস-এর শতবর্ষ প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সঙ্ঘকে বারবার ভুলভাবে উপস্থাপন করেছে বিরোধীরা। “ষড়যন্ত্র, অপপ্রচার— সব হয়েছে সঙ্ঘকে ঘিরে। কিন্তু আমরা বিভাজনের রাজনীতি শেষ করেছি।”

উৎসবের দিনে প্রধানমন্ত্রীর ভাষণে ইতিহাস, আদর্শের পাশাপাশি ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিতও স্পষ্ট। গুজরাটের মাটি থেকে দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা— উন্নয়ন, ঐক্য ও জাতীয় পরিচয় নিছক স্লোগান নয়, এটিই ভারতের আত্মা। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা— নির্বাচনী বছরে মোদীর এই সোজাসাপটা বার্তা শুধু বিরোধীদের উদ্দেশেই নয়, বরং ‘জাতীয়তাবাদের’ তাস আরও শক্ত করার প্রস্তুতি। কংগ্রেস অবশ্য পাল্টা বলছে, প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন, বাস্তব চাপা দিচ্ছেন।

তবে মোদীর হুঁশিয়ারি, অভিযোগ এবং আবেগমথিত ভাষণে নতুন করে উত্তাল দিল্লি থেকে গুজরাট— দেশের রাজনীতি যেন আরও একবার বিভাজন বনাম ঐক্যের তর্কে আঁটসাঁট।

ভারতের রাজনৈতিক মঞ্চে তাই মোদীর আজকের ভাষণ— শুধুই অনুষ্ঠান নয়, বরং এক নতুন রাজনৈতিক সংকেত, নতুন সংঘাতের ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts