Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আলমারিতে ঝুলন্ত দেহ! আলিপুরে নাবালিকা মৃত্যুতে খুনের অভিযোগ, কাঠগড়ায় সঞ্জয় রায়ের দিদি
রাজ্য

আলমারিতে ঝুলন্ত দেহ! আলিপুরে নাবালিকা মৃত্যুতে খুনের অভিযোগ, কাঠগড়ায় সঞ্জয় রায়ের দিদি

deadbody
Email :5

কলকাতার আলিপুরে নাবালিকা মৃত্যুকাণ্ডে ফের ( Alipore Minor Death) চাঞ্চল্য। আলমারির ভিতর থেকে উদ্ধার হয়েছিল কিশোরীর মৃতদেহ। প্রথম থেকেই এই ঘটনা আত্মহত্যা নয়, খুন বলে দাবি করছিল স্থানীয়রা ( Alipore Minor Death)। এবার সেই ঘটনায় নয়া মোড়। তিলোত্তমা কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের দিদির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন মৃত নাবালিকার ঠাকুমা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে নিজের ঘরেই রহস্যজনক অবস্থায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কিশোরীকে ( Alipore Minor Death)। আলমারির মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে ছিল সে। ঘরের দরজা খুলে সৎ মা তাঁকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান পরিবার। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার মারা যান ওই নাবালিকা।

এরপরই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য ( Alipore Minor Death)। জানা যায়, সঞ্জয় রায়ের বড় দিদির মৃত্যুর পরে তার মেয়ের দায়িত্ব ছিল সঞ্জয়ের ছোট দিদির উপর। পরে তিনি নিজের জামাইবাবুর সঙ্গে বিয়ে করেন এবং সেই কিশোরীর সৎ মা হন। মৃতের ঠাকুমা অভিযোগ করেন, তাঁর নাতনির জন্মদাত্রী মা-ও বছর কয়েক আগে একই ভাবে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। এবার একই পরিণতি মেয়েরও। এই পরিস্থিতি কোনওভাবেই আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলেই দাবি পরিবারের।

একথা খোলাখুলি জানিয়েই ঠাকুমা প্রতিমা সিং অভিযোগ দায়ের করেছেন ছেলে ভোলা সিং এবং সৎ মা প্রতিমা সিংয়ের বিরুদ্ধে ( Alipore Minor Death)। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও একই। তাঁদের দাবি, কিশোরীর ওপর নিয়মিত অত্যাচার করা হত, মাঝরাতে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও নাকি ঘটেছে। ঘটনার দিনই ক্ষুব্ধ জনতা সৎ মা ও বাবার উপর চড়াও হয় বলে অভিযোগ।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোস্টমর্টম রিপোর্টও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন— এখনও স্পষ্ট নয়। রহস্য ঘনীভূত হচ্ছে আলিপুরের নাবালিকা মৃত্যুকাণ্ডে। ক্রমশ বেড়ে চলেছে উত্তেজনা এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts